মুরাদিয়ায় বজ্রপাতে নিহত ১
জুবায়ের ইসলাম, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া গ্রামে বাড়ির পাশে চরে গরু আনতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছেন আব্দুর রহমান চৌকিদার (৪৫) নামে এক কৃষক।
তিনি মুরাদিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মৃত্যু আঃ কাসেম চৌকিদারের ছেলে।
জানা যায়, মঙ্গলবার বিকাল ৫ টায় দক্ষিণ মুরাদিয়ার চরে গরু আনতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছেন তিনি। তার বাড়িতে শোকের মাতম চলছে।
অকালে চলে যাওয়া মেনে নিতে পারছেন না তার স্বজনরা।
৬ ওয়ার্ডের মেম্বর মো. নাসিরের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা হলেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুরাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার বলেন, বিকেলের বৃষ্টির সময় চরে গরু আনতে গিয়েছিলেন রহমান চৌকিদার। এসময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত