নারিকেলের ভেতর হেরোইন, মা-মেয়ে রিমান্ডে

| আপডেট :  ১০ জুন ২০২১, ০৮:৪৭  | প্রকাশিত :  ১০ জুন ২০২১, ০৮:৪৬

রাজধানীর যাত্রাবাড়ীতে নারিকেলের ভেতরে ৪০ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার মা সাফিয়া খাতুন (৭০) এবং মেয়ে আসমাকে (৪০) একদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম শাহিনূর রহমান গতকাল বৃহস্পতিবার রিমান্ডের এই আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) অভিজিৎ পোদ্দার দুই আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।

রাজধানী ঢাকার উত্তর যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযান চালিয়ে নারিকেলের ভেতরে অভিনব কৌশলে হেরোইন পাচারের সময় মা-মেয়েকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০০ গ্রাম হেরোইন, একটি মোবাইল ফোন ও নগদ ৪৭৫ টাকা জব্দ করা হয়।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত