কালকিনিতে মুদি, মিষ্টি ও ফলের দোকানে অভিযান, ৫৫০০টাকা জরিমানা

| আপডেট :  ৩১ মার্চ ২০২৩, ১২:৫২  | প্রকাশিত :  ৩১ মার্চ ২০২৩, ১২:৫২

রিপোর্ট মো. সবুজ খান মাদারীপুর থেকে: মাদারীপুর কালকিনিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস এর নেতৃত্বে বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার ভূরঘাটা বাসস্ট্যান্ড বাজারে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে মোট ৫৫০০ টাকা জরিমানা করা হয়।

রমজান উপলক্ষে নিয়মিত বাজারের পণ্যের মান তদারকি ও মূল্য নিয়ন্ত্রণের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয় ।

এ সময় একটি মুদি দোকানে মূল্য তালিকা না থাকায় ৫০০ টাকা,অপরিষ্কার পরিবেশে খাদ্য তৈরি করা ও বিক্রির দায়ে একটি মিষ্টির দোকানকে ২ হাজার টাকা এবং কয়েকটি ফলের দোকানকে মোট ৩ হাজার টাকা সহ সর্বমোট ৫ হাজার ৫০০ শত টাকা জরিমানা করা হয়।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস সহ আজ আমরা কয়েকটি দোকানে যৌথ অভিযান পরিচালনা করি।এসময় বিভিন্ন অনিয়মের অভিযোগে দোকানগুলোকে প্রাথমিকভাবে সতর্কতা মূলক জরিমানা করা হয়।পরবর্তীতে এসব দোকানে পুনরায় এ ধরনের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। রমজানে বাজার স্থিতিশীল রাখতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা সেনেটারী ইন্সপেক্টর ইকরাম হোসেন, জেলা ভোক্তা অধিদপ্তরের অফিস সহকারী রবিউল ইসলাম, কালকিনি থানার পুলিশ সদস্য সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত