দুমকিতে একতা সড়কে ঈদের রাতে বাসা চুরি

| আপডেট :  ২৩ এপ্রিল ২০২৩, ০৫:৩৮  | প্রকাশিত :  ২৩ এপ্রিল ২০২৩, ০৫:৩৮

জুবায়ের ইসলাম, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি শহরের একতা সড়কের একটি ফ্লাট বাসা খালি থাকায় চুরির ঘটনা ঘটেছে।

ঈদের দিন শনিবার (২২ এপ্রিল) রাতে এ চুরি সংঘটিত হয়েছে বলে জানিয়েছেন ফ্লাটে বসবাসকারী রাকিবুল ইসলাম শামীম ও স্থানীয়রা।

ঈদের দিন পরিবারসহ বোনের বাড়িতে বেড়াতে যান। পরের দিন রোববার (২৩ এপ্রিল) দুপুরে বাসায় আসলে মূল দরজা খুলে ভিতরে ঢুকতে আলমারি ও সোকেসের তালা ভাঙ্গাসহ সবকিছু এলোমেলো পরে থাকতে দেখেন। চোরচক্র বারান্দার গ্রীল ও দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। এতে তাঁর কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।

একতা সড়কের একাধিক ভাড়াটিয়ার দাবি করে বলেন, মালিক পক্ষ সিসি ক্যামেরা স্থাপন করলে চুরি সংঘটিত হতো না।
সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে দেখা যায়, কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের কোথাও সিসি ক্যামেরা পাওয়া যায়নি। বাড়ির
মালিক মনসুর হেলাল বলেন, অচিরেই বাড়িটিকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে।

এ বিষয়ে দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, মৌখিকভাবে শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত