বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে: বাহাউদ্দিন নাছিম

| আপডেট :  ২৩ এপ্রিল ২০২৩, ০৯:৪০  | প্রকাশিত :  ২৩ এপ্রিল ২০২৩, ০৯:৪০

রিপোর্ট মো. সবুজ খান, মাদারীপুর থেকে: মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, জামায়াত বিএনপির ষড়যন্ত্রের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে। তারা দেশকে ধ্বংষের জন্য ষড়যন্ত্র করছে। তারা ষড়যন্ত্র করে ক্ষমতায় আসতে চায়।

রোববার (২৩ এপ্রিল) নিজ বাড়িতে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ঈদ শুভেচ্ছা বিনিময় করতে আসা নেতাকর্মীদের উদ্দেশ্যে কর্মীবান্ধব নেতা আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম জননেত্রী শেখ হাসিনা ও তার পরিবারের লোকজনের জন্য দোয়া চেয়েছেন তার বক্তব্যে তিনি বলেন ‘জননেত্রী শেখ হাসিনা সুস্থ্য থাকলে ও ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। দেশের মানুষের উন্নয়ন হয়। দেশের মানুষ ভাল থাকে। তাই বাংলাদেশের জন্য জননেত্রী শেখ হাসিনা খুব দরকার।’

কর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন ‘দেশের সাধারণ মানুষের কাছে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে যে উন্নয়ন হয়েছে তার সঠিক তথ্য তুলে ধরতে হবে। একই সঙ্গে জামায়াত বিএনপির ষড়যন্ত্রের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে। তারা দেশকে ধ্বংষের জন্য ষড়যন্ত্র করছে। তারা ষড়যন্ত্র করে ক্ষমতায় আসতে চায়।’

এসময় উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা, সাধারন সম্পাদক কাজল কৃষ্ণ দে, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও কালকিনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যপিকা তাহমিনা সিদ্দিকী মাদারীপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট এমরান লতিফ মাদারীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন, মাদারীপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খায়রুল আলম খোকন বেপারী, সাংগঠনিক সম্পাদক সম্পাদক নাইরুল ইসলাম দুলাল চৌধুরী বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক গোলাম রাব্বানী, কালকিনি পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার, মাদারীপুর জেলা পরিষদ সদস্য আওয়ামীলীগ নেতা মীর মামুন অর রশীদ ও রফিকুল ইসলাম, ডাসার উপজেলা কৃষকলীগের আহবায়ক সাহাবুদ্দিন ফকির মিঠু, কালকিনি উপজেলা কৃষকলীগের আহ্বায়ক এমদাদুল হক সরদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মশিউর রহমান সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ ফরিদ সরদার, কালকিনি উপজেলা কৃষকলীগের সদস্য সচিব মোঃ ইকবাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বাকামিন খান সহ কালকিনি ও ডাসার উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগ সহ সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এসময় বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যগণও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত