পটুয়াখালী জেলা ছাত্রলীগের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে দুমকি ছাত্রলীগের আনন্দ মিছিল
জুবায়ের ইসলাম, দুমকি (পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে দুমকি উপজেলা শাখা ছাত্রলীগের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
গত ৩০ এপ্রিল দুমকি উপজেলা শাখার ছাত্রলীগের কমিটির সাংগঠনিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়।
কমিটি স্থগিত করার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে ১মে বিকেল ৫ ঘটিকায় সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম প্রিন্স ও গ্রন্হনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাকিব মৃধার নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করা হয়।
মিছিলটি দুমকি উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বের হয়ে দুমকি বাজার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,দুমকি নতুন বাজার, লেবুখালী বাউফল মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।এসময় উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত