বিশ্ব মুক্ত গণদমাধ্যম দিবস উপলক্ষে দুমকি প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত
জুবায়ের ইসলাম, দুমকি (পটুয়াখালী)প্রতিনিধি: সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়ন ও ডিজিটাল সিকিউরিটি আইন সংশোধনের দাবিতে ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে দুমকি প্রেসক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (৩ মে) বিকাল সাড়ে ৩টায় দুমকি প্রেসক্লাবের মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি সৈয়দ ফয়জুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী বেলাল হোসেন দুলালের সঞ্চালনায় আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন, দুমকি প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল হোসেন,মো. আবুল হোসেন মুন্সি, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, কার্যিনর্বাহী সদস্য কজী জুবায়ের ইসলাম সোহান, সদস্য শহিদুল ইসলাম সরদার, মো. রাব্বিকুল ইসলাম শাকিল, মো. জাহিদুল ইসলাম সুমন,মো. রাকিবুল হাসান প্রমুখ।
এ সময় বক্তারা সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়ন ও ডিজিটাল সিকিউরিটি আইন সংশোধনের দাবি জানান।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত