মাদারীপুর-৩ আসনের ঐচ্ছিক তহবিলের অসহায় ও দরিদ্র পরিবারকে চেক বিতরণ করলেন ডক্টর আব্দুস সোবহান গোলাপ এমপি
রিপোর্ট মোঃ সবুজ খান মাদারীপুর থেকে: বীর মুক্তিযোদ্ধা ডক্টর আবদুস সোবহান গোলাপ মাদারীপুর ৩ আসনের ঐচ্ছিক তহবিল হতে কালকিনি উপজেলার অসহায় ও দরিদ্র পরিবারকে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার ( ২৪ মে) সকালে উপজেলা হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৯ জন অসহায় ও দরিদ্র পরিবারকে ২ লাখ ৫০হাজার টাকার চেক বিতরণ করেন মাদারীপুর সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আবদুস সোবহান মিয়া গোলাপ এমপি।
এসময় প্রধান অতিথি মাদারীপুরের সাংসদ, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান মিয়া গোলাপ বলেন, মাননীয় জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই বাংলাদেশের অসহায় দরিদ্র মানুষ সাহায্য-সহযোগিতা পাচ্ছে এবং আগামীতেও আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়ী করে আবারো দেশের অসহায় দরিদ্র ও দেশসেবার সুযোগ করে দিবেন, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, বিএনপি-জামাত সরকারের আমলে দারিদ্রসীমা ছিল ২০শতাংশ, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এসে সেই দারিদ্রসীমা ৫.৬ শতাংশে নামিয়ে এনেছে। আগামী ৪১সালের মধ্যে অসহায় ও দরিদ্রহীন করে গড়ে তুলে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলবেন।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহার সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি পৌরসভার মেয়র এসএম হানিফ, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) কায়েসুর রহমান, কালকিনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম, কালকিনি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমেনা খাতুন, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ আবুল বাশার, কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সরদার মো. লোকমান হোসেনসহ আওয়ামী লীগ সহ জেলা-উপজেলার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত