গাইবান্ধা আওয়ামী লীগের শান্তি সমাবেশ
বাহারুল,পলাশবাড়ী,গাইবান্ধা: বিএনপি কর্তৃক প্রকাশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও সারাদেশে সন্ত্রাস, নৈরাজ্য, ষড়যন্ত্রমূলক অপরাজনীতির প্রতিবাদে এ শান্তির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ মে) গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় পৌরপার্ক চত্বরে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা বাংলাদেশ আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগীয় সমন্বয়ক সুজিত রায় নন্দী। বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মন্ডলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শান্তি সমাবেশে বক্তব্য রাখেন গাইবান্ধা -৪ গোবিন্দগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ,ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, শাহ মইনুল ইসলাম শিল্পু, শহিদুল ইসলাম আবু, এ্যাড. সিদ্দিকুল ইসলাম রিপু, মাহবুব আলম কোর্ট,পিয়ারুল ইসলাম, মতলুবর রহমান, শাহ সারোয়ার কবীর, আমিনুর জামান রিংকু,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌরসভার সাবেক মেয়র আতাউর রহমান সরকার,গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, সাধারন সম্পাদক মোকাদ্দেস আলী প্রধান বাদু,রেজাউল করিম রেজা, মৃদুল মোস্তাফিজ ঝন্টু,ওমর ফারুক রুবেল, সাইফুল আলম সাকা,তানজিমুল ইসলাম জামিল প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপির জন্ম হয়েছে ক্যান্টনমেন্টে। তারা ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনার বিপক্ষ অবস্থান নেয়। তারা পাকিস্তানি রাজনীতির ভাবধারা প্রতিষ্ঠা করে। তারা সন্তাস ও জঙ্গীবাদের মমদ দেয়। বিএনপি তারা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার হত্যার চেষ্টা চালায়। আওয়ামীলীগ তিন তিনবার ক্ষমতায় এসে বিশ্বের দরবার বাংলদেশকে উন্নয়নের মডেলে পরিণত করেছে। কিন্তু এই দেশের কোন উন্নয়ন বিএনপির চোখে পড়ে না। বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুমকিদাতা এবং ষড়যন্ত্রকারীদের বিচার দাবি করেন। বক্তারা আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখারও আহবান জানান।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত