দুমকিতে সাপের কামড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু
জুবায়ের ইসলাম, দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকীতে সাপের কামড়ে ৩ সন্তানের জননী আয়শা আক্তার(২৫) নামে এক নারী মৃত্যু হয়েছে। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত আয়শা উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডস্থ লালখার ব্রিজ এলাকার মালেক পাহলানের মেয়ে এবং একই এলাকার হাবিব গাজীর ছেলে মোখলেসুর রহমানের স্ত্রী।
নিহতের দেবর আরিফ হোসেন জানান, মঙ্গলবার (৪ জুলাই ) বিকেল ৩টার দিকে আমার ভাই (মৃতের স্বামী মোখলেসুর রহমান) ভাবীর (মৃত আয়শা) কাছে ভাত খেতে চায়। এরপর ভাবী ভাতের পাতিল থেকে ভাত নেয়ার সময় গর্তে লুকিয়ে থাকা বিষধর সাপ ছোবল মারে। সাথে সাথে সে চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। উদ্ধার করে পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অত্যন্ত দুঃখ প্রকাশ করে ওই ওয়ার্ডের ইউপি সদস্য বিপ্লব আকন বলেন, কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না। এমন দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত।
এ বিষয়ে জানতে চাইলে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল বাশার বলেন, এ বিষয়ে জানা ছিল না। বিস্তারিত খোঁজ খবর নিচ্ছি। উল্লেখ্য, আয়শা-মোখলেস দম্পতির ২মেয়ে ও ১ছেলে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত