কোন শক্তিই ঐক্যবদ্ধ আ.লীগকে হারাতে পারবে না: ডক্টর আব্দুস সোবহান গোলাপ এমপি

| আপডেট :  ০৮ জুলাই ২০২৩, ১০:৩০  | প্রকাশিত :  ০৮ জুলাই ২০২৩, ১০:৩০

রিপোর্ট মোঃ সবুজ খান, মাদারীপুর, কালকিনি থেকে: মাদারীপুরের ডাসার উপজেলার কাজিবাকাই ইউনিয়নের পাওয়ার হাউস বাজারে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে এক চা চক্রে অংশগ্রহন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডক্টর আবদুস সোবহান গোলাপ এমপি।

শনিবার (৮ জুন) বিকেলে আওয়ামী লীগ সরকারের আমলে উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে কোন শক্তিই আগামী জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত করতে পারবে না।

পরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থা কমনা করে নৌকা মার্কায় ভোট দিয়ে পঞ্চম বারের মত নির্বাচিত করার জন্য আহবান করেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক,কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শামিম হোসেন কালকিনি পৌরসভার মেয়র এস এম হানিফ সরদার মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল বাসার কালকিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিকারমঙ্গল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল আলম মিধা কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লোকমান সরদার কালকিনি উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান হাওলাদার কালকিনি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান আব্দুল হাই, রমজানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম মিল্টন, কাজীবাকাই ইউনিয়নের সাবেক সেচ্ছাসেবক লীগের সভাপতি সাইদুর রহমান ও ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত