সর্বস্তরের নেতা-কর্মীদের দোয়া ও অনুমতি নিয়ে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদের প্রতিদ্বন্দ্বিতা করছি: মামুন আহমেদ রাশেদ
নিজস্ব প্রতিনিধি: ১৭ জুলাই সোনারগাঁও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন। সোনারগাঁও উপজেলা শেখ রাসেল স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এর আগে প্রতিটি ইউনিয়ন সম্মেলন সফল ভাবে সম্পূর্ণ করেন সোনারগাঁও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দায়িত্ব পাওয়া নেতারা সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ কে আরো শক্তিশালি ও সুসংগঠিত করতে সম্মেলনের জুড়ি নেই। সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছে দলটি।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সোনারগাঁও উপজেলার ১০ টি ইউনিয়ন ১ টি পৌরসভার সম্মেলন শেষ হয়েছে প্রায় ৬ মাস আগে। কিন্তু এখন চুড়ান্ত কমিটির অপেক্ষায় দিন গুনছে নেতাকর্মীরা। ইদানীং সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের ৯ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় আওয়ামী লীগের কর্মী সম্মেলন শেষ হয়েছে। তাতে স্বেচ্ছাসেবক লীগের সোনারগাঁও উপজেলা সভাপতি প্রার্থী কয়েক জনকে প্রত্যেকটি কর্মী সম্মেলনে দেখা গেছে। তারা হলো মামুন আহমেদ রাশেদ ও ফারুক ওমর সহ আনিসুর রহমান আনিস তারা সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের চোখে পড়ার মতো।
আজকের একটি প্রতিবেদনের জন্য কথা বললাম, মামুন আহমেদ রাশেদের সাথে, তার আগে তাহার জীবন বৃত্তান্ত সম্বন্ধে একটু জানি, মামুন আহমেদ রাশেদ একজন রাজনৈতিক পরিবারের সন্তান, যার বাবা সোনারগাঁও উপজেলা পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের দীর্ঘ যুগ ধরে আওয়ামী লীগের আহবায়ক। যিনি আওয়ামী লীগের দুঃসময়ে রাজপথে থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেন, তিনি হলেন পিরোজপুর গ্রামের কৃতি সন্তান মোঃ ফিরোজ জামান মোল্লা। তাহার সুযোগ্য সন্তান মামুন আহমেদ রাশেদ।
সে ছোটবেলা থেকেই তাহার বাবার সাথে রাজনীতিতে প্রবেশ করে, বিএনপি জামাত জোট সরকার আমলে মামুন আহমেদ রাশেদ এর বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা হয়েছে। সে ছাত্র জীবনে ইউনিয়ন ছাত্রলীগ ও সোনারগাঁও উপজেলা ছাত্রলীগ করে বর্তমানে
সোনারগাঁও স্বেচ্ছাসেবক লীগ সভাপতি পদপ্রার্থী মামুন আহমেদ রাশেদ বলেন,
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে এবং বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাধারণ কর্মী হয়ে কাজ করছি। আমি কখনোই দলীয় সিদ্ধান্তের বাহিরে যাওয়ার দু:সাহস দেখাইনি এবং যত দিন বেঁচে থাকবো ততদিন দলের শৃঙ্খলা শতভাগ মেনে চলবো। তবে রাজনীতিতে সবার একটা স্বপ্ন থাকে উপরে উঠার। আমি এলাকার সর্বস্তরের নেতা-কর্মীদের অনুমতি ও সমর্থন সাপেক্ষে সোনারগাঁও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদের প্রতিদ্বন্দ্বিতা করছি, নেতাকর্মীরা যদি ত্যাগী নেতাদের মূল্যায়ন করে, তাহলে আমি সভাপতি হবো ইনশাআল্লাহ্। কতৃপক্ষ যদি আমাকে দায়িত্ব দেন, তাহলে আমি অবশ্যই এই পবিত্র দায়িত্ব সততার সাথে পালন করব। এবং সোনারগাঁও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঐক্য বদ্ধ হয়ে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো এবং আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে বিজয়ী করে ঘরে ফিরবো
সোনারগাঁ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে একাধিক সভাপতি পদপ্রার্থী থাকলে ও তৃনমূলের নেতারা জানান মামুন আহমেদ রাশেদ একজন বঙ্গবন্ধুর আদর্শের পরিক্ষীত সৈনিক লগি বৈঠার আন্দোলন সংগ্রামে সক্রীয় ভূমিকা পালনের সময় তিনি আহত হয়েছিলেন। এছাড়াও তিনি সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের একজন আওয়ামী পরিবারের গর্বিত সন্তান বলে জানান।
শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে, সোনারগাঁও উপজেলা কে বিএনপি-জামাত মুক্ত রাখতে বাংলাদেশ আওয়ামী লীগের দূর্গ তৈরী করতে সোনারগাঁও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে সাবেক ছাত্র নেতা মামুন আহমেদ রাশেদ এর বিকল্প নেই বলে জানিয়েছে তৃণমূলের নেতারা।
তিনি আরো বলেন নারায়ণগঞ্জ -৩- আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল্লাহ আল কায়সার হাসনাতের নেতৃত্বে সোনারগাঁও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কে এগিয়ে নিতে কাজ করতে চান তিনি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত