উন্নয়ন দেখে নৌকা মার্কায় ভোট দিয়ে আ.লীগকে আবারও জয়যুক্ত করবেন: বস্ত্র ও পাটমন্ত্রী

| আপডেট :  ১২ জুলাই ২০২৩, ০৪:৫৭  | প্রকাশিত :  ১২ জুলাই ২০২৩, ০৪:৫৭

মো. আবু কাওছার মিঠু,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, আপনারা উন্নয়ন দেখে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আওয়ামীলীগকে জয়যুক্ত করবেন। আওয়ামী লীগ সরকারের আমলে প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই দেশে এতো উন্নয়ন হয়েছে।

বুধবার (১২ জুলাই) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ, অঙ্গ ও সকল সহযোগী নেতৃবৃন্দের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

উপজেলার মঠের ঘাট এলাকায় মুড়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. তোফায়েল আহমেদ আলমাছ। সভায় বক্তব্য রাখেন- রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক গোলবক্স ভুইয়া, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুইয়া মাছুম, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাবিবুল কাদির তমাল, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আজমত আলী রেজা, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্যাকরী সদস্য ভিপি মনির, আওয়ামীলীগ নেতা এজাজ আহমেদ, মুড়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, মুড়াপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি তাওলাদ হোসেন ভুইয়া প্রমুখ।

পরে সকলের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত