রূপগঞ্জে যমুনা ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

| আপডেট :  ১২ জুলাই ২০২৩, ০৫:৪৪  | প্রকাশিত :  ১২ জুলাই ২০২৩, ০৫:৪৪

আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: যমুনা ব্যাংক লিমিটেডের মুড়াপাড়া শাখা গতকাল ১১ জুলাই মঙ্গলবার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে।

মঙ্গলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক লিমিটেডের মুড়াপাড়া শাখার ব্যবস্থাপক ও যমুনা ব্যাংকের ফাস্ট এসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ এমদাদুল হক রব্বানী।

সভায় বক্তব্য রাখেন-মঙ্গলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রূপগঞ্জ উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিম, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, যমুনা ব্যাংকের মুড়াপাড়া শাখার অপারেশন ম্যানেজার মো. আলাউদ্দিন, ব্যাংক কর্মকর্তা মানছুরা মানিক মৌ, রকি আহম্মেদ ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

যমুনা ব্যাংক লিমিটেডের মুড়াপাড়া শাখার বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যে সরকারি মুড়াপাড়া কলেজ সহ আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হবে।

পরে মঙ্গলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত