আমার নিশাত মজুমদার কোথায়: প্রধানমন্ত্রী
এভারেস্টজয়ী নিশাত মজুমদারের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমার এভারেস্টজয়ী নিশাত মজুমদার কোথায়?’ এভারেস্ট জয়ের পর নিশাত মজুমদারকে প্রধানমন্ত্রী একাধিকবার গণভবনে ডেকে নিয়েছেন। দিয়েছিলেন সংবর্ধনাও।
বৃহস্পতিবার ১৩ জুলাই এক রাষ্ট্রীয় অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর পরিচয় ছাপিয়ে উদ্ভাসিত হলেন একজন সহজ-সরল মানুষ হিসেবে। এসময় তিনি নিশাত মজুমদারকে এভাবেই সম্বোধন করেন।
এদিন সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে দাশেরকান্দি পয়ঃনিষ্কাশন প্ল্যান্টের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসাথে তিনি পাগলা স্যুয়ারেজ ট্রিটম্যান্ট প্ল্যান্টের পুনর্গঠন এবং সম্প্রসারণ কাজের উদ্বোধন ঘোষণা করেন তিনি।
অনুষ্ঠান শেষে হলরুম থেকে বেরিয়ে যাওয়ার সময় প্রধানমন্ত্রী এলজিআরডি মন্ত্রী, স্থানীয় সরকার বিভাগের সচিব ও ওয়াসার এমডিকে জিজ্ঞেস করেন, ‘আমার এভারেস্টজয়ী নিশাত মজুমদার কোথায়?’
এসময় মন্ত্রী-সচিবসহ অন্যরা দেখিয়ে দেওয়ার পর প্রধানমন্ত্রী হলরুমের গেট থেকে হেঁটে দর্শকের সারিতে গিয়ে স্বভাবসুলভ আন্তরিকতায় কথা বলেন, এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি নারী এবং ঢাকা ওয়াসার হিসাবরক্ষণ কর্মকর্তা নিশাত মজুমদারের সাথে।
নিশাত মজুমদার ২০১২ সালের ১৯ মে পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট আরোহন করেছিলেন। বাংলাদেশের চারজন এভারেস্ট বিজয়ীর একজন তিনি।
এভারেস্টজয়ের পর নিশাত মজুমদারকে প্রধানমন্ত্রী একাধিকবার গণভবনে ডেকে নিয়েছেন। দিয়েছেন সংবর্ধনা, করেছেন পুরস্কৃত। এতদিন পর, এত ব্যস্ততার মাঝেও বঙ্গবন্ধুকন্যা ভুলে যাননি নিশাতকে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত