দুমকির দুই ইউপি’র ভোট কাল

| আপডেট :  ১৬ জুলাই ২০২৩, ১১:৪৬  | প্রকাশিত :  ১৬ জুলাই ২০২৩, ১১:৪৬

পটুয়াখালীর দুমকি উপজেলার ২নং লেবুখালী ও ৫নং শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হবে। গতকাল গভীর রাতে প্রার্থীদের সবরকমের প্রচার-প্রচারণা বন্ধ হয়ে গেছে। প্রার্থীরা সামর্থ্য অনুযায়ী বৈরী আবহাওয়ার মধ্যেও মাইকিং, উঠান বৈঠক, লিফলেট বিতরণ, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দিন রাত নিরলসভাবে ভোট প্রার্থনা করছেন। অপরদিকে ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে গ্রহণের জন্য সবরকম প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা রিটার্নিং অফিসার।

জানা গেছে, ২নং লেবুখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. তুহিন আকন, সদ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী অটোরিকশা প্রতীকে মো. দেলোয়ার হোসেন মোল্লা।

আওয়ামী লীগের বিদ্রোহী আনারস প্রতীকে প্রার্থী মো. জলিলুর রহমান তালুকদার। স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে বিশিষ্ট ব্যবসায়ী মো. জহিরুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকে সাবেক চেয়ারম্যান হাসান মাহামুদ দুলাল। অপরদিকে ৫নং শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ৩ জন হলেন- আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম ছালাম।

উপজেলা কৃষক লীগের সাবেক আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী আনারস প্রতীকের প্রার্থী মো. আজাহার আলী মৃধা ও স্বতন্ত্র প্রার্থী মো. আজাহার আলী মৃধার ছেলে ঘোড়া প্রতীকের প্রার্থী মাহামুদুল হাসান। এছাড়াও দুই ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৯ জন ও সাধারণ ইউপি সদস্য পদে ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. সুমন মিয়া জানান, ২টি ইউনিয়নের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৫টি নির্বাহী ম্যাজিস্ট্রেট টিম কাজ করবে এবং পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে।

ইতিমধ্যে আমাদের সকল প্রস্তুতি শতভাগ সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে দুমকি উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট টিম কাজ করবেন। পর্যাপ্ত বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত