সোনারগাঁয়ে ৮০ হাজার পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

| আপডেট :  ১৭ জুলাই ২০২৩, ০৭:৫১  | প্রকাশিত :  ১৭ জুলাই ২০২৩, ০৭:৪৮

আল আমিন কবির, সোনারগাঁও, নারায়ণগঞ্জ: মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮০হাজার ইয়াবাসহ আক্তারুজ্জামান নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

আজ (১৭ জুলাই) বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসসড়কের কাঁচপুর এলাকা থেকে এই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে নারায়ণগঞ্জ জেলাতে প্রেরণ করা হয়েছে।

আখক্তারুজ্জামান ওরফে দিলশাল (২৫) নীলফামারী জেলার ইটখোলা সদর থানার কনিয়াল খাতা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

সোনারগাঁ থানা পুলিশ জানান, গোপন সংবাদের মাদক বিরোধী অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকার রায়েরটেক এলাকায় ফুটওভার ব্রিজের নিচ থেকে আটক করা হয়। পরে তার সাথে থাকা ব্যাগ তল্লাসী করে ৮০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত আখতারুজ্জামানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত