সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে সভাপতি প্রার্থী মামুন আহমেদ রাশেদের চমক!

| আপডেট :  ১৮ জুলাই ২০২৩, ১২:১৩  | প্রকাশিত :  ১৮ জুলাই ২০২৩, ১২:১৩

আল আমিন কবির, সোনারগাঁও, নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে সভাপতি প্রার্থী মামুন আহমেদ শতশত নেতাকর্মী নিয়ে সোনারগাঁও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে অংশ নেন ! অনেকে বলেছেন বিশাল মিছিল নিয়ে একটি চমক সৃষ্টি করেছেন এই সাবেক ছাত্র নেতা

১৭ জুলাই সোমবার সোনারগাঁয়ের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সম্মেলনকে সফল করতে সোনারগাঁও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী মামুন আহমেদ রাশেদের নেতৃত্বে বিশাল শোডাউন করা হয়েছে এবং সম্মেলনকে কেন্দ্র করে এদিন সমগ্র সোনারগাঁয়ের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক লীগের কর্মী ও সমর্থক নিয়ে একটি বিশাল মিছিল উক্ত সম্মেলনস্থলে উপস্থিত হয়। সম্মেলনে উপস্থিত সকলে করতালি দিয়ে তার মিছিলকে অভিবাধন জানান।

রাশেদের বিষয়ে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা জানান, ‘তিনি নম্র, ভদ্র, সাবেক ছাত্রলীগ নেতা ও একটি আওয়ামী পরিবারের সন্তান। তিনি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হবার মত যোগ্যতা রাখেন। তিনি সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্বাচিত হলে তার নেতৃত্বে নৌকাকে বিজয়ী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। তার নেতৃত্বে সোনারগাঁও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাংগঠনিকভাবে আরো শক্তিশালী হবে বলে আমরা মনে করি’।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত