ভাড়া করতে পারেন গার্লফ্রেন্ড, খরচ মাত্র তিন হাজার, কোথায়, দেখুন
আইন মেনে ভাড়া করতে পারবেন গার্লফ্রেন্ড, সম্প্রতি এমনই এক পরিষেবার কথা ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়৷ যাঁদের এর আগে কখনও কোনওরকম সম্পর্ক হয়নি, তাঁরা এই ধরনের পরিষেবা নিতে সবচেয়ে বেশি এগিয়ে আসছেন বলে শোনা গিয়েছে৷
আর এই পরিষেবা নিতে গেলে বেশি খরচও করতে হবে না৷ মাত্র তিন হাজার টাকা দিয়ে আপনি গার্লফ্রেন্ড ভাড়া করতে পারবেন৷ তাতে কোনওরকম কোনও ঝঞ্ঝাট থাকবে না, সম্পর্কের জটিলতার মধ্যেও পড়তে হবে না৷
শুধু গার্লফ্রেন্ড নয়, এই বিশেষ সংস্থার সাহায্যে আপনি ভাড়া করতে পারবেন পারিবারিক সম্পর্কের যে কাউকে৷ আলাদা, আলাদা পরিষেবার জন্য আলাদা-আলাদা অর্থ দিতে হবে৷
তবে আগে থেকে আপনার প্রয়োজন জানিয়ে রাখতে হবে৷ কী ধরনের সম্পর্ক আপনি চাইছেন৷ সেই প্রয়োজনের উপর ভিত্তি করে আপনার গার্লফ্রেন্ড নির্ধারণ করা হবে৷ আর সংস্থার কিছু শর্তও আপনাকে মেনে চলতে হবে৷
সংস্থা কোনওরকম জটিলতা এড়ানোর জন্য এই শর্ত দেওয়ার কথা বলেছে৷ বলা হয়েছে, নির্দিষ্ট সময়ের বাইরে এমন গার্লফ্রেন্ডকে কোনওরকম যোগাযোগ করা
এখন সকলেরই প্রচণ্ড তাড়ার জীবন৷ সারাদিন নানারকম কাজে ব্যস্ত থাকার পর, কোনওরকম ঝঞ্ঝাট ছাড়াই এমন সম্পর্কের সুযোগ জনপ্রিয় হয়েছে এই প্রজন্মের মধ্যে৷ অনেকেই এগিয়ে আসছেন এই পরিষেবা নেওয়ার জন্য৷
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত