এমারাল্ডের তেল যাবে জাপানে, সমঝোতা চুক্তি স্বাক্ষর

| আপডেট :  ২১ জুলাই ২০২৩, ০৮:৪৮  | প্রকাশিত :  ২১ জুলাই ২০২৩, ০৮:৪৮

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে জাপানিজ প্রতিষ্ঠান বে-বর্ন কোম্পানির সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। কোম্পানিটি বছরে তিন হাজার টন অপরিশোধিত তেল আমদানি করবে এমারাল্ড অয়েল থেকে।

বৃহস্পতিবার (২০ জুলাই) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এ সমঝোতা চুক্তিটি স্বাক্ষর হয়।

এমরাল্ডের পক্ষে স্বাক্ষর করেন কোম্পানির প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আশরাফুল আলম। বে-বর্নের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সিংগো মিয়াওচি।

এ সময় উপস্থিত ছিলেন, এমরাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্যদের সদস্যবৃন্দ ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল হোসেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেশী ও বিদেশি অতিথিবৃন্দ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত