মুরাদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

| আপডেট :  ২৫ জুলাই ২০২৩, ০৫:৫০  | প্রকাশিত :  ২৫ জুলাই ২০২৩, ০৫:৫০

জুবায়ের ইসলাম, দুমকী(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকীতে পানিতে ডুবে তাবচ্ছুম আক্তার (২) নামে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

মঙ্গলবার(২৫ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ মুরাদিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত তাবাচ্ছুম উপজেলার মুরাদিয়া ইউনিয়নের দক্ষিণ মুরাদিয়া গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের মোঃ উজ্জ্বল হাওলাদারের মেয়ে এবং শাহ আলম হাওলাদারের নাতনী।

জানা যায়, সকালে খাবারের পর নিহত তাবাচ্ছুমের মা তাদের ঘর লেপার কাজে ব্যস্ত ছিল। আর বাবা উজ্জ্বল মাছ বিক্রি করতে বাড়ির বাইরে গেছে। এসময় তাবাচ্ছুম দাদি ও ফুফু রেহেনার চোখের আড়াল হয়। কিছুক্ষণ পরে পুকুরে জুতা ভাসতে দেখেন ওই স্বজনরা। পরক্ষণে পুকুর থেকে উদ্ধার করে লুথারান হেলথ্ কেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আবদুল হান্নান জানান, তিনি বিষয়টি অবগত নন। খোঁজখবর নিবেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত