স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর সফলতা কামনা করেছেন মামুন আহমেদ রাশেদ
আল আমিন কবির, সোনারগাঁও, নারায়ণগঞ্জ: আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম গৌরবোজ্জল প্রতিষ্ঠাবার্ষিকীএই বিশেষ দিন উপলক্ষ্যে সাবেক ছাত্রলীগ নেতা ও সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদ প্রত্যাশি মামুন আহমেদ রাশেদ সফলতা কামনা করেছেন।
বুধবার (২৬ জুলাই) গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী ও জতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠন হচ্ছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
আমরা আনন্দিত যে, একে একে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠার ২৯টি বছর সম্পূর্ণ করল। প্রতিষ্ঠাবার্ষিকী সফল হউক মনে প্রাণে সেই কামনা করছি। তাছাড়া আমাদের প্রাণপ্রিয় সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে স্বেচ্ছাসেবক লীগের সকল নেতা-কর্মী ও সমর্থকদের প্রতিষ্ঠাবার্ষিকীর আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি।
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি কর্মী কাজ করে যাবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি’।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত