সোনারগাঁয়ের পিরোজপুরে ওয়ার্ড আ.লীগের উদ্যোগে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা
আল আমিন কবির, সোনারগাঁও, নারায়ণগঞ্জ: নারায়নগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুরে ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া খাবার বিতরন করা হয়।
সোমবার (২১ শে আগস্ট) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ১.২.৩ নং ওয়ার্ডের বটতলা বাজার সংলগ্ন আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে শোক দিবসের অনুষ্ঠানের আয়োজন করেন ওয়ার্ড আওয়ামী লীগ, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ফিরোজজামান মোল্লার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুল ইসলাম ভুইয়া, প্রধান বক্তা ছিলেন সিনিঃ সহসভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম চেয়ারম্যান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আশরাফুজজামান, যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলি হায়দার, সোনারগাঁও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী মামুন আহমেদ রাশেদ, আলি আকবর,সোনারগাঁও উপজেলা ছাত্রলীগ সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর আহমেদ, ১,২,৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সাধারণ সম্পাদক ইউপি সদস্য মোশাররফ হোসেন, দেলোয়ার হেসেন,আ: সালাম ভুইয়া, তাইজুদদীন মুন্সি,আবুল হোসেন,সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত