নাসির উদ্দিনের বিষয়ে যা বললেন জিএম কাদের
চলচ্চিত্র নায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত নাসির উদ্দিন মাহমুদ দোষী সাব্যস্ত হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, ‘নাসির ইউ মাহমুদ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও গঠন প্রক্রিয়া থেকেই দলটির সঙ্গে যুক্ত ছিলেন।’ সোমবার (১৪ জুন) সন্ধ্যায় জাপা চেয়ারম্যান জিএম কাদের বলেন, ‘নাসির উদ্দিন মাহমুদ জাতীয় পার্টির গঠন প্রক্রিয়ার সময় থেকেই দলের সঙ্গে যুক্ত ছিলেন। তার সংশ্রব দিনে-দিনে বৃদ্ধি পেয়েছে দলে। মাঝখানে তিনি দলে তেমন একটা সক্রিয় ছিলেন না। নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলেন। তার সামাজিক গ্রহণযোগ্যতা, প্রতিপত্তি বিবেচনায় নিয়ে সবশেষ কাউন্সিলে (২০২০ সালে) তাকে প্রেসিডিয়ামের সদস্য করা হয়।’
জিএম কাদের বলেন, ‘নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, আমরা অনেক সারপ্রাইজড। আমরা দলীয়ভাবে এটা পর্যযালোচনা ও আলোচনা করবো।’
দলের ফোরামে আলোচনার পরই সিদ্ধান্ত নেবেন বলে জানান জিএম কাদের। তিনি বলেন, ‘তিনি যদি দোষী সাব্যস্ত হন, তাহলেও দলীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে, রবিবার (১৩ জুন) রাতে এক ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রীর কাছে বিচারের দাবি জানান পরীমণি। তিনি অভিযোগ করেন, ‘ঢাকা বোট ক্লাবে নাসির উদ্দিন নামে একজন তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করেছিল চার দিন আগে।’
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত