আজমিরীগঞ্জ শিবপাশা হাওরে ইজিবাইক চালক হত্যার ২ আসামি গ্রেফতার

| আপডেট :  ১৭ জানুয়ারি ২০২৪, ০৯:৪৮  | প্রকাশিত :  ১৭ জানুয়ারি ২০২৪, ০৯:৪৮

মোঃ আশিকুর রহমান আজমিরীগঞ্জ থেকে: হবিগঞ্জের আজমিরীগঞ্জ শিবপাশার হাওড় ফুনাতলা বন্দের খাল থেকে ১১ই জানুয়ারি রোজ বৃহস্পতিবার দুপুরে ইজিবাইক চালককে হত্যা করে গাড়ি ছিনতাই করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ মৃত লাশ উদ্ধার করে। এই হত্যা কান্ডের ঘটনার ৫দিন পর অবশেষে ২জন আসামিকে গ্রেফতার করে আজমিরীগঞ্জ পুলিশ।

উদ্ধারকৃত লাশের প্রথমে কিছু সময় লাশের পরিচয় পাওয়া না গেলেও মৃত ব্যাক্তির পকেটে থাকা মোবাইল থেকে তার পরিবারের মোবাইল নাম্বার পেয়ে পরিবারকে খবর দিলে তাহার পিতা ও আত্মীয় স্বজনরা ঘঠনা স্থলে উপস্থিত হন।লাশ চিহ্নিত হওয়ার পর জানা যায় পার্শ্ববর্তী উপজেলা বানিয়াচংয়ের ২নং উত্তর পূর্ব পশ্চিম ইউনিয়নের চানপাড়া গ্রামের বশির মিয়ার পুত্র উদ্ধার হওয়া ছেলে আরজাহান(১৬) মিয়া।

আরজাহান ইজিবাইক গাড়ির চালক। আরজাহান সকাল ৮ঘটিকার দিকে পিতাকে কৃষি কাজের জন্য হাওরের জমিতে নামিয়ে দিয়ে আসে। এবং আজমিরীগঞ্জের শিবপাশা ফুনাতলা বন্দের খাল থেকে দুপুর ২টার দিকে লাশটি উদ্ধার করে।

এখানে আরজাহানকে হত্যা করে গাড়িটিও নিয়ে যায় হত্যাকারীরা।

এই ঘটনার পর থেকে ঐ পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোয়েন্দা সংস্থা বিভিন্ন ইউনিট তদন্তে নামেন হত্যাকারীদের গ্রেফতার করার জন্য। পুলিশ হত্যার রাতেই বানিয়াচং উপজেলার সদরের ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের কুন্ডরপার এলাকার পরিত্যক্ত একটি স্হান থেকে ব্যাটারি ছাড়া ইজিবাইক গাড়িটির বডি উদ্ধার করেন।

হত্যার পরদিন ১২জানুয়ারি ভোরে আজমিরীগঞ্জ থানা পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরন করা হয়।

ময়নাতদন্তে শেষে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল থেকে আরজাহানের লাশ বাড়ি আসা হয়।এবং মাগরিবের নামাজের পর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।এদিকে পুত্রকে দাফন কাজ সম্পন্ন করেই বশির মিয়া আজমিরীগঞ্জ থানায় উপস্থিত হয়ে নিজে বাদী হয়ে রাত সাড়ে ১২টায় ১৩জানুয়ারি একটি হত্যা মামলা দায়ের করেন।তারপর থেকে পুলিশ জেলার বিভিন্ন স্হানে তদন্ত চালিয়ে বেশকিছু তথ্য উপাত্ত সংগ্রহ করেন। এছাড়াও কিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয় এবং এসবের চুল-ছেঁড়া বিশ্লেষণ করে ঘটনার ৫ দিন পর এই দুইজন গ্রেফতার হয়।

গত ১৬জানুয়ারি রাতে আজমিরীগঞ্জ থানার ইনচার্জ(ওসি)ডালিম আহমেদএর নেতৃত্বে মামলার তদন্ত পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম ফারুক এর দিক নির্দেশনায় এস আই ভূপেন্দ্র চন্দ্র বর্মন, এস আই জয়ন্ত তালুকদার, এস আই আব্দুল সালাম, এস আই ইউসুফ এর যৌথ অভিযানে দুই জনকে গ্রেফতার করে। এই দুই জন আসামির মধ্যে একজন হলেন গাড়ি চালক।
হত্যাকারীদের ব্যাটারিসহ হবিগঞ্জ নিয়ে গিয়েছিলেন।
এবং অন্যজন হলেন হত্যাকারীদের কাছ থেকে ব্যাটারি ক্রয় করেছিলেন সেই ব্যবসায়ী আঃ সত্তার। পুলিশ তাদেরকে গ্রেফতার করার সময় গাড়ি চালকের গাড়িটিও উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুই আসামি হলো বানিয়াচং উপজেলার ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের মৃত ঘোসাই সরকারের পুত্র রথীন্দ্র সরকার(৩২)ও ১০নং সুবিদপুর ইউনিয়নের বলাকিপুর গ্রামের মৃত আঃ জব্বারের পুত্র আঃসত্তার(৬৫) নামের এই দু’জনকে গতকাল রাতে গ্রেফতার করে পুলিশ।

১৭জানুয়ারি বুধবার হত্যা মামলার গ্রেফতারকৃত দুই আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়। এই বিষয় নিয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি)ডালিম আহমেদ সঙ্গে ফোনে আলাপ করলে তিনি জানান আজমিরীগঞ্জ থানার পুলিশের অভিযানে দুই আসামিকে গ্রেফতার করা হয়।মূল হত্যাকারী কে এখন ও জানা যায়নি এছাড়াও মূল হত্যাকারীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলমান থাকবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত