দুমকীতে মাছ ধরাকে কেন্দ্র করে মারামারি, আহত ২

| আপডেট :  ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫৯  | প্রকাশিত :  ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫৯

দুমকী(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর দুমকীতে মাছ ধরা নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরবয়েড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে স্লুইসগেট সংলগ্ন খালে কামাল শিকদার মাছ ধরতে গেলে ফয়সাল, রাসেল ও বাদল শিকদার বাঁধা দিলে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরক্ষণে পুলিশ ঘটনাস্থলে আসলে ফয়সাল, রাসেল ও বাদল শিকদার এ দু’জনে মিলে জালাল শিকদার (৩৭) কামাল শিকদার (৪৫) কে পিটিয়ে রক্তাক্ত জখম করে।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন আহতের স্বজনরা।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. বাকের আলী বাবুল বলেন, ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক। পুলিশের সামনেই মারামারি সংঘটিত হয়েছে। পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করেনি।

দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, বিষয়টি জেনেছি এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত