খুলনার ডুমুরিয়ায় আগের স্বামীর আঘাতে নারী খুন, ঘাতক আটক
খুলনা থেকে গাজী সুফিয়ান: খুলনার ডুমুরিয়ায় আগের স্বামীর হাতে পারভিন বেগম (৩৫) নামের এক নারী খুন হয়েছেন। মঙ্গলবার (১৫ জুন) রাত আনুমানিক ১:৩০ (দেড়টার) দিকে ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা কলেজের পাশে একটি বাড়ীতে এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। ঘাতক সাবেক স্বামী লিটন মোল্যা(৩৮)কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানাগেছে, প্রায় ৩ বছর পূর্বে ডুমুরিয়া বাজার এলাকার মৃত কিনু মোল্যার ছেলে লিটন মোল্যার সাথে ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মান্নান শেখের মেয়ে নিহত পারভীন বেগমের ২য় বিয়ে হয়। প্রায় মাস খানেক আগে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। পুনোরায় সেই গৃহবধূকে সংসার করার প্রস্তাব দেন লিটন।
কিন্ত পারভীন বেগম রাজি না হওয়ায় ঘটনার রাতে তার ঘরের দরজা ভেঙে প্রবেশ করে লিটন মোল্যা। পরে ওই নারীকে বের করে ঘরের সামনে এনে ছুরি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে পেট ফেড়ে দেয় ও রড দিয়ে পিটিয়ে মাথার ঘিলু বের করে দেওয়া হয়। খবর পেয়ে থানা পুলিশ ওই রাতেই গুরুতর জখম নারীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, নিহত নারীর মেয়ে নূরজাহান বেগম বাদী হয়ে লিটন মোল্লাকে একমাত্র আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেফতার ও করা হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তন্তর করা হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত