ওপেনিংয়ে লিটন নাকি সৌম্য, যুক্তরাষ্ট্রের একাদশে কারা
যুক্তরাষ্ট্রের মাটিতে এবার স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ খেলবেন শান্তরা। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হওয়া ম্যাচের একাদশ কেমন হবে তা নিয়ে আছে প্রশ্ন। লিটন দাস রান পাননি। ওদিকে ইনজুরির কারণে সৌম্য সরকার জিম্বাবুয়ে সিরিজের শুরুতে খেলার সুযোগ পাননি। তাকে তাই পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ দেওয়া হতে পারে। আবার জিম্বাবুয়ে সিরিজ দিয়ে অভিষেক হওয়ায় তানজিদ তামিমও পর্যাপ্ত ম্যাচ পাওয়ার দাবি রাখেন।
অন্য দিকে লিটন দাসকে ফর্মে ফেরাতে টিম ম্যানেজমেন্ট সম্ভাব্য সব কিছুই করতে চায়। যে কারণে তাকেও ম্যাচ খেলার সুযোগ দেওয়া হতে পারে। ছন্দে না থাকলেও অধিনায়ক হওয়ায় একাদশে টিকে যাবেন নাজমুল শান্ত। তাসকিন আহমেদ ইনজুরিতে পড়ায় শরিফুল-মুস্তাফিজের সঙ্গে তানজিম সাকিব বা হাসান মাহমুদকে দেখা যেতে পারে।
যুক্তরাষ্ট্র সম্প্রতি কানাডার বিপক্ষে ম্যাচ খেলেছে। সিরিজের চার ম্যাচেই জয় পেয়েছে তারা। বাংলাদেশের বিপক্ষেও একইরকম একাদশ নিয়ে নামতে পারে যুক্তরাষ্ট্র। দলটির বড় ভরসার জায়গা হবেন ওপেনার মোনাঙ্ক প্যাটেল ও পেস অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন। কানাডার বিপক্ষে ধারাবাহিক রান করেছেন তারা।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ তামিম, সৌম্য সরকার, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানভীর ইসলাম।
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য একাদশ: স্টিভেন টেইলর, মোনাঙ্ক প্যাটেল, আন্দ্রিয়েস গোউস,অ্যারন জোনস, মিলিন্ড কুমার, গজনন্ড সিং, হারমিট সিং, জসদ্বীপ সিং, নসথাস কেনজিগে, সৌরভ নেত্রভালকার, শ্যাডলি ফন শালকউইক।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত