ইসির ল্যাপটপে ৫০ হাজার রোহিঙ্গা ভোটার
নির্বাচন কমিশনের (ইসি) হারিয়ে যাওয়া ল্যাপটপসহ কয়েকটি ল্যাপটপে ৫০ হাজার রোহিঙ্গাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মিয়ানমার সামরিক বাহিনীর দাঁড়ায় বাস্তুচ্যুত কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ভোটার তালিকায় নাম তোলা হয়। এই অনিয়মের সঙ্গে নির্বাচন কমিশনের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী জড়িত ছিলেন। রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা এবং ছয় বছর আগে ল্যাপটপ হারানোর বিষয়ে নির্বাচন কমিশনের ঊর্ধ্বতনরা জানলেও সেব্যাপারে পদক্ষেপ নিতে গাফিলতি করেন বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে।
বুধবার (১৬ জুন) চট্টগ্রামের দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা নিয়ে দুটি মামলা দায়ের হয়েছে। এছাড়াও হারিয়ে যাওয়া একটিসহ ইসির কয়েকটি ল্যাপটপ ব্যবহার করে ৫০ হাজার মানুষকে ভোটার করা নিয়ে মামলাটি দায়ের করেছেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) শরীফ উদ্দিন।
অন্যদিকে রোহিঙ্গা দম্পতিকে অবৈধভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করায় আলাদা আরেকটি মামলা করেছেন একই কার্যালয়ের উপ-পরিচালক সুভাষ চন্দ্র দত্ত। দুই মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছে।
ডিএডি শরীফ উদ্দিনের দায়ের করা মামলার আসামিরা হলেন- চট্টগ্রাম জেলার সাবেক নির্বাচন কর্মকর্তা ও বর্তমানে ইসি সচিবালয়ের পরিচালক খোরশেদ আলম, রামু উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুল ইসলাম, অফিস সহায়ক রাসেল বড়ুয়া ও টেকনিক্যাল এক্সপার্ট মোস্তফা ফারুক।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৫ সালে ভোটার তালিকা হালনাগাদ করার কাজে ব্যবহার করতে মীরসরাই উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের জন্য Dell Latitude 630, Service Tag Number-GYSPSIS- 4214 নম্বরের একটি ল্যাপটপসহ বেশকিছু মালামাল চালানপত্র ও প্রাপ্তি স্বীকার পত্রের মাধ্যমে গ্রহণ করেন মোস্তফা ফারুক। তিনি সেটি মীরসরাই উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যান। পরবর্তীতে আবার সেই ল্যাপটপ মীরসরাই থেকে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়। তৎকালীন অফিস সহায়ক ও বর্তমানে রামু উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুর রহমান সেটি গ্রহণ করে অন্য উপজেলায় পাঠান। কিন্তু পরবর্তী সময়ে আর ল্যাপটপটির হদিস জানতে পারেননি নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, ল্যাপটপের হদিস না মেলার বিষয়টি মাহফুজুর রহমান ও রাসেল বড়ুয়া ঊর্ধ্বতনদের অবহিত না করে এড়িয়ে যান। তৎকালীন চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলম সেটি অবহিত হলেও উদ্ধারের কোনো পদক্ষেপ নেননি। এমনকি ল্যাপটপটির বিষয়ে থানায় কোনো জিডি কিংবা মামলাও তখন হয়নি। অথচ ২০১২ সালে নির্বাচন কমিশনের আরও সাতটি ল্যাপটপ হারিয়ে যাওয়ার বিষয়ে রাঙামাটির কোতোয়ালি ও কাপ্তাই এবং চট্টগ্রামের চন্দনাইশ থানায় আইনগত পদক্ষেপ নেওয়া হয়।
দুদকের অনুসন্ধানে আরও উঠে এসেছে, ইসির কয়েকটি ল্যাপটপ ব্যবহার করে রোহিঙ্গাসহ ৫৫ হাজার ৩১০ জন লোককে অবৈধভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে সেক্ষেত্রে খোয়া যাওয়া ওই ল্যাপটপটিও ব্যবহার হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, ২০১৯ সালে কক্সবাজারের টেকনাফে বন্দুকযুদ্ধে নিহত রোহিঙ্গা ডাকাত নুর আলমের কাছ থেকে জাতীয় পরিচয় পত্র (এনআইডি) পাওয়ার ঘটনায় নির্বাচন কমিশন সচিবালয় থেকে খোরশেদ আলমকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়। কিন্তু খোরশেদ আলম চট্টগ্রামে দায়িত্ব পালনের সময় যে ল্যাপটপটি হারিয়ে গিয়েছিল, সেই বিষয়টি এড়িয়ে যান। তিনি তদন্তের সময় সেটি ধর্তব্যেই আনেননি।
দুদক বলছে, এ ঘটনায় দায়ী কর্মকর্তা-কর্মচারীদের বাঁচাতে খোরশেদ আলম নিজ দায়িত্ব লঙ্ঘন করেন। অবৈধ যোগসাজশের ভিত্তিতে পক্ষাবলম্বন করেন। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ২১০, ৪০৯ ও ১০৯ ধারায় মামলাটি করা হয়েছে।
অনুসন্ধানকারী কর্মকর্তা ও মামলার বাদি শরীফ উদ্দিন বলেন, ইসির কার্যালয়ে কয়েকটি ল্যাপটপ পেয়েছি যেগুলোর আইডি নম্বর একাধিকবার পরিবর্তন করা। এ অবস্থায় কোন ল্যাপটপটি হারিয়ে গিয়েছিল, সেটা বের করার জন্য আরও তদন্ত প্রয়োজন। তবে আমরা তথ্যপ্রমাণ পেয়েছি যে, ওই ল্যাপটপসহ আরও কয়েকটি ব্যবহার করে ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়ে ৫৫ হাজার ৩১০ জনকে অবৈধভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এদের মধ্যে কয়েকজন বাঙালি ছাড়া প্রায় সবাই রোহিঙ্গা।সূত্র: আরটিভি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত