দেশে ১৫০ থেকে ৩০০ সিসির নতুন ৬ মোটরসাইকেল, দাম কেমন

| আপডেট :  ১৯ ডিসেম্বর ২০২৪, ০৯:২৭  | প্রকাশিত :  ১৯ ডিসেম্বর ২০২৪, ০৯:২৭

 

১৫০ থেকে ৩০০ সিসির নতুন ছয় মডেলের মোটরসাইকেল আনার মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে চীনের সিএফমটো। আজ বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত এক অনুষ্ঠানে ৩০০ সিসির ‘৩০০ এসআর’, ২৫০ সিসির ‘২৫০ এনকে’, ‘২৫০ এসআর’ ও ‘২৫০ সিএলসি’, ‘২৩০ ডুয়েল’ এবং ১৫০ সিসির ‘১৫০ এসসি’ মডেলের মোটরসাইকেল প্রদর্শন করেছে সিএফমটো বাংলাদেশ। অনুষ্ঠানে সিএফমটোর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক লিউ চুনচেন, বিপণন ব্যবস্থাপক ডেং সিইউন, দক্ষিণ-পূর্ব এশিয়ার বিক্রয় ব্যবস্থাপক বু আওলিন, সিএফমটো বাংলাদেশের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন, ভাইস চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে লিউ চুনচেন বলেন, ‘বাংলাদেশে সিএফমটো মোটরসাইকেল আনতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এর মাধ্যমে সিএফমটো দেশের মোটরসাইকেল বাজারে একটি নতুন অধ্যায়ের সূচনা করল। অত্যাধুনিক প্রযুক্তি, নকশা এবং গতির সমন্বয়ে তৈরি সিএফমটোর মোটরসাইকেলগুলো বাংলাদেশের বাইকারদের প্রত্যাশা পূরণ করবে বলে আমি আশাবাদী।’

মেজবাহ উদ্দিন বলেন, ‘মোটরসাইকেল বিক্রির পাশাপাশি গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে আমরা বদ্ধপরিকর। রোড সাইড অ্যাসিস্ট্যান্টের জন্য আমরা ২৪ ঘণ্টা হেল্পলাইন সেবা চালু করব। এর পাশাপাশি অভিজ্ঞ টেকনিশিয়ানের মাধ্যমে বিক্রয়–পরবর্তী বিভিন্ন সেবাও দেওয়া হবে। এর ফলে ক্রেতারা নিশ্চিন্তে সারা দেশে মোটরসাইকেলটি চালাতে পারবেন।’

অনুষ্ঠানে জানানো হয়, সিএফমোটো ৩০০ এসআর মডেলের মোটরসাইকেলে ২৯৮ সিসি ইঞ্জিনের পাশাপাশি রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম। স্পোর্টস ঘরানার মোটরসাইকেলটির একক সিলিন্ডার লিকুইড-কুলড ইএফআই ইঞ্জিনের সঙ্গে ৩০ বিএইচপি পাওয়ার এবং ২৭ নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে। মোটরসাইকেলটির টিএফটি ডিসপ্লের সঙ্গে স্মার্টফোন যুক্ত করা থাকলে ডিসপ্লে থেকেই সরাসরি ফোন কল করার পাশাপাশি কল লিস্ট দেখা যায়।

স্পোর্টস মোটরসাইকেল সিএফমোটো ২৫০ এনকে। এতে রয়েছে ২৪৯.২ সিসি ইঞ্জিন, যা চলার সময় সর্বোচ্চ ২৭.৫ বিএইচপি/৯৭৫০আরপিএম এবং ম্যাক্সিমাম টর্ক ২২ এনএম/৭৫০০ আরপিএম শক্তি উৎপন্ন করতে পারে। মোটরসাইকেলটিতে রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম। সিএফমোটো ২৫০ এসআর মডেলের মোটরসাইকেলে রয়েছে ট্র্যাক-ইন্সপায়ারড ২৪৯ সিসি ইঞ্জিন। লং ট্রাভেলিং স্ট্রোক ইউএসডি সাসপেনশন সিস্টেমযুক্ত থাকায় উঁচু-নিচু রাস্তায় স্বচ্ছন্দে চালানো যাবে মোটরসাইকেলটি।

সিএফমোটো ২৫০ সিএলসি মূলত একটি ক্রুজার ঘরানার মোটরসাইকেল। অপর দিকে সিএফমোটো ২৩০ ডুয়েল একটি ডুয়াল-স্পোর্টবাইক, যেটি ভালো বা ভাঙা রাস্তাতেও স্বচ্ছন্দে চালানো যাবে। অনুষ্ঠানে ছয়টি মোটরসাইকেল প্রদর্শন করা হলেও বিক্রির জন্য তিনটি মডেলের মোটরসাইকেলের দাম ঘোষণা করা হয়। ২৫০ এনকে মোটরসাইকেলের দাম ৩ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা, ২৫০ এসআরের দাম ৩ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা এবং ৩০০ এসআরের দাম ৪ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা।

আগামীকাল শুক্রবার দুপুরের পর থেকে সিএফমটো বাংলাদেশের ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগমাধ্যম থেকে মোটরসাইকেলগুলো কেনার জন্য অগ্রিম ফরমাশ দেওয়া যাবে। মোটরসাইকেলগুলো কিনলে ৩ বছরের বিক্রয়োত্তর সেবাসহ ৭ বার বিনা মূল্যে সার্ভিস সুবিধা পাওয়া যাবে।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত