কেরানীগঞ্জে যথাযথ মর্যাদায় ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

| আপডেট :  ২৯ মার্চ ২০২৫, ০৬:৫৭  | প্রকাশিত :  ২৯ মার্চ ২০২৫, ০৬:৫৭

ইস্পাহানী ইমরান, কেরানীগঞ্জ: যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কেরানীগঞ্জে ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে।

বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা হয়। এরপর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে উপজেলার কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পর্যায়ক্রমে দক্ষিণ কেরানীগঞ্জ ও মডেল থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, কেরানীগঞ্জ প্রেসক্লাব, কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও নানা শ্রেণি-পেশার মানুষও বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিস্তম্ভে উপস্থিত হন।

পরে উপজেলা পরিষদ মাঠে কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়া। উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, কেরানীগঞ্জ মডেল সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম, মডেল থানার ওসি সোহরাব আল হাসান, ওসি তদন্ত ইলিয়াস হোসেন, বীর মুক্তিযোদ্ধা হারুনর রশীদ, নিয়ামতুল্লাহ চৌধুরী, কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার কাজল মোল্লা, চড়াইল নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিনসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা, ছাত্র-ছাত্রী, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা।

সারাদিনব্যাপী এ আয়োজনে দেশাত্মবোধক গান, নাটক ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। দিবসের আয়োজনকে ঘিরে পুরো কেরানীগঞ্জ উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত