অগ্রিম টাকা নিয়ে বিপিএলে আসছেন বিদেশি ক্রিকেটাররা

| আপডেট :  ৩১ জানুয়ারি ২০২৫, ০৫:৪৮  | প্রকাশিত :  ৩১ জানুয়ারি ২০২৫, ০৫:৪৮

এবারের বিপিএলের মতো এতো বিতর্ক বোধহয় আগে কখনই হয়নি। ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে বারবার খবরের শিরোনাম হয়েছে দুর্বার রাজশাহীর নাম। ক্রিকেটারদের চেক বাউন্স থেকে শুরু করে হোটেলে বিল বকেয়া রাখার মতো অভিযোগ উঠেছে ফ্রাঞ্চাইজিটির বিরুদ্ধে।

এমন অবস্থায় বেশ নেতিবাচক প্রভাব পড়েছে। শেষ চারের লড়াইয়ে বিদেশি ক্রিকেটারদের আনতে এখন হিমশিম খেতে হচ্ছে ফ্রাঞ্চাইজিগুলোকে। বিপিএলে খেলতে আসার জন্য অগ্রিম পারিশ্রমিক নিচ্ছেন। কেউ কেউ আবার আগে অ্যাকাউন্টে টাকা জমা দেখে বিপিএল খেলতে রওনা হচ্ছেন।

পারিশ্রমিক ইস্যুর কারণে বিপদে পড়েছে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশালের মতো পেশাদার ফ্রাঞ্চাইজিগুলোও। প্লে-অফের আগে বিদেশি তারকা ক্রিকেটারদের দলে ভেড়াতে চুক্তির পুরো অর্থ অগ্রিম জমা দিতে বাধ্য হচ্ছে তারা। প্লে-অফের জন্য নিউজিল্যান্ডের পেসার অ্যাডাম মিলনকে দলে ভিড়িয়েছে তামিম ইকবালের বরিশাল। কিউই এই পেসার আসার আগেই চুক্তি পুরো টাকা জমা হয়ে গেছে তার অ্যাকাউন্টে।

বরিশালের মতোই একই পরিস্থিতির মুখোমুখি রংপুর। প্লে-অফকে সামনে রেখে অস্ট্রেলিয়ার টিম ডেভিড, ডেভিড ওয়ার্নার এবং ক্যারিবীয় তারকা সুনীল নারিনকে দলে নিতে আলোচনা চূড়ান্ত করেছে, তবে এই চুক্তি কার্যকর হতে অগ্রিম পারিশ্রমিক পরিশোধ করা নাকি বাধ্যতামূলক। কেননা বিদেশি ক্রিকেটারদের চোখে বিপিএল এখন ‘খেলাপি লিগ’!

পারিশ্রমিক ইস্যুতে ক্ষোভ প্রকাশ করেছেন বরিশালের অধিনায়ক তামিম। তিনি বলেন, ‘ফ্র্যাঞ্চাইজিগুলোকে সতর্ক থাকতে হবে এবং খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করার সময় একটি স্বচ্ছ চুক্তিপত্র থাকা উচিত। এর মাধ্যমে খেলোয়াড়দের অর্থ ও তাদের অধিকার সুরক্ষিত থাকবে, কোনো ধরনের বিতর্ক সৃষ্টি হবে না।’

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত