দুমকিতে গণধর্ষণের ঘটনায় অপর আসামী সিফাত মুন্সি গ্রেফতার

| আপডেট :  ২১ মার্চ ২০২৫, ০৪:৩৮  | প্রকাশিত :  ২১ মার্চ ২০২৫, ০৪:২৮

মো. সাকিব হোসেন, দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে জুলাই শহীদ জসিম উদ্দীনের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অপর আসামি সিফাত মুন্সিকে (১৯) গ্রেফতার করেছে পটুয়াখালী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২১ মার্চ) ভোরে পিরোজপুরের নাজিপুর থানা এলাকায় আত্মীয়র বাড়ি থেকে গ্রেফতার হন ধর্ষণ মামলার অপর আসামি সিফাত মুন্সি।পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সায়েদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্রগত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হন ধর্ষণের শিকার মেয়েটির বাবা।

মামলা সূত্রে জানাজায়,গত ১৮ মার্চ সন্ধ্যার দিকে বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি যাওয়ার পথে রাস্তা থেকে তুলে নিয়ে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।

অভিযুক্তদের মধ্যে মামুন মুন্সির ছেলে সাকিব মুন্সিকে পুলিশ গ্রেফতার করলেও অপর আসামি সোহাগ মুন্সির ছেলে সিফাত মুন্সি পলাতক ছিলেন। আজ ভোরে তাকেও গ্রেফতার করা হয়।

এদিকে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে পটুয়াখালীতে কিশোরীর পরিবারের সঙ্গে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্যাতিতার মা বোন চাচা ও মামার সঙ্গে কথা বলে সার্বিক সহযোগিতার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি।

মেয়েটিকে দেখতে পটুয়াখালী যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, গনঅধিকার পরিষদের উচ্চতর সদস্য কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত