কেরানীগঞ্জে বিএনপির ঐতিহাসিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

| আপডেট :  ২১ মার্চ ২০২৫, ০৯:৩৬  | প্রকাশিত :  ২১ মার্চ ২০২৫, ০৯:৩৬

ইস্পাহানী ইমরান, কেরানীগঞ্জ প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কেরানীগঞ্জ মডেল উপজেলায় এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) ঢাকা-২ আসনের বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় বিশ হাজার মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়।

বিএনপি নেতাদের ভাষ্যমতে, এটি স্মরণকালের বৃহত্তম ইফতার মাহফিলের একটি। বিশাল প্যান্ডেলে প্রায় সাড়ে আট হাজার মানুষের বসার ব্যবস্থা করা হয়, যেখানে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষও অংশ নেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।

প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান বলেন, আল্লাহ বিএনপিকে ক্ষমতায় আনলে তারেক রহমান জাতীয় সরকার গঠন করবেন। তিনি এককভাবে সরকার পরিচালনা করবেন না, বরং উদার মনোভাব নিয়ে সবার মতামত নিয়ে দেশ পরিচালনা করবেন।

তিনি আরও বলেন, বিএনপি গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। ইনশাআল্লাহ, আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসবে এবং জনগণের সরকার গঠন করবে।

বিশেষ অতিথি ব্যারিস্টার ইরফান ইবনে আমান তারেক রহমানের ৩১ দফার কথা উল্লেখ করে বলেন, বিগত ১৬ বছরে যে যে দল আন্দোলন-সংগ্রামে মাঠে ছিল, তাদের নিয়েই জাতীয় সরকার গঠন করা হবে।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মনির হোসেন মিনু,রকিবুল ইসলাম রাকিব, হাজী আসাদুজ্জামান রিপন, ওয়ালী উল্লাহ সেলিম,আলমগীর খান,শাহরিয়ার রাসেল শুভ্র,ফিরোজ মিয়া,নাদিয়া শরীফ লিজা,গাজী বিল্লাল,সেলিম মাহমুদ,নেকবর আলীসহ ইফতার ও দোয়া মাহফিলে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ এবং খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত