রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে যানজট, ঈদযাত্রায় বাড়বে ভোগান্তি

| আপডেট :  ২১ মার্চ ২০২৫, ১১:৪২  | প্রকাশিত :  ২১ মার্চ ২০২৫, ১১:৪২

আরিফুর রহমান, নারায়ণগঞ্জ, রূপগঞ্জ প্রতিনিধি: দুপুর ২টার দিকে ঈদের কেনাকাটা করতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরাবো এলাকা থেকে ভুলতা গাউছিয়া মার্কেটে যাচ্ছিলেন আশিক ও স্বর্ণা দম্পতি। ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘ যানজটের কারণে ৩ ঘণ্টা পেরিয়ে গেলেও তিন কিলোমিটারও যেতে পারেনি তারা।

শুধু আশিক-স্বর্ণা দম্পতি নয়, ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘ যানজটের কারণে মাসের পর মাস ভোগান্তি পোহাচ্ছে সাধারণ মানুষ। আর ঈদ আসলেই এ ভোগান্তি বেড়ে যায় কয়েকগুণ।

ঢাকা-সিলেট মহাসড়কের যানজট যেন নিত্যদিনের। এ মহাসড়কের উপজেলার যাত্রামুড়া থেকে পাইকারি কাপড়ের বাজার ভুলতা হয়ে আধুরিয়া পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার রাস্তা রূপগঞ্জ উপজেলার উপর দিয়ে গেছে।

প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে ঢাকা-সিলেট মহসড়কের উপর দিয়ে। ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ অংশে যানজট যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের জন্য।

এতে করে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। যানজটের কারণে আটকা পড়তে হচ্ছে মালবাহী ও যাত্রাবাহী বিভিন্ন ধরনের যানবাহন।

ঢাকা-সিলেট মহাসড়ক ১০-১৫ মিনিটের পথ। অথচ দীর্ঘ যানজটের কারণে এই অংশটুকু পার হতে ২-৩ ঘণ্টা সময় লেগে যাচ্ছে।

যানজটের অন্যতম কারণ ওভারটেকিং, যত্রতত্র যাত্রী ওঠানামা, অবৈধ বাসস্ট্যান্ড, সিএনজি ও অটোরিকশা স্ট্যান্ড, লেন ভেঙে বিপরীত লেনে গাড়ি চালানো। এ যানজটের মাত্রা আরও বেড়ে গেছে হাইওয়ে পুলিশের যানজট নিরসনের ঢিলেঢালা ভাবের কারণে।

এদিকে, রূপগঞ্জ একটি শিল্পাঞ্চল হওয়ায় সারাদেশে বিভিন্ন জেলার লাখো শ্রমিক ও বিভিন্ন পেশার লোকজনের বাস এ উপজেলায়। যানজটের কারণে আসন্ন ঈদ যাত্রায় ভোগান্তি বাড়বে এসকল লোকজনের।

জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কটি দেশের অন্যতম ব্যস্ত মহাসড়ক।

এ সড়কটি দিয়ে সিলেট, ভৈরব, নরসিংদী, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, গাজীপুরসহ বিভিন্ন জেলার প্রতিদিন শত শত দূরপাল্লার মালবাহী ট্রাক, বাস ও অন্যান্য গণপরিবহন চলাচল করে। অবৈধ বাসস্ট্যান্ড, যত্রতত্র যাত্রী উঠানো-নামানো, নিয়মভঙ্গ করে গাড়ি চালকদের বিপরীত রুটে গাড়ি চলাচল, সড়ক প্রশস্থ কম হওয়া, সড়কে হঠাৎ করে গাড়ি বিকল হয়ে যাওয়ার কারণেও যানজটের সৃষ্টি হয়।

এদিকে যানজট নিরসনে বিশ্বরোড, বরপা ও ভুলতা এলাকায় হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশ যানজট নিরসনে তৎপরভাবে কাজ করতে দেখা যায়নি। এ যানজটের ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। ঢাকা-সিলেট মহাসড়কে যানজট শুরু হয় দুপুর থেকে আর এ যানজট স্থায়ী হয় দীর্ঘ রাত পর্যন্ত। এ চিত্র যেন নিত্যদিনের। দীর্ঘদিন ধরে যানজটের এমন ভোগান্তি চললেও এদিকে নজর নেই কারো।

রহিম নামে এক যাত্রী বলেন, রূপসী থেকে ভুলতা যাচ্ছিলাম। রূপসী থেকে ভুলতা যেতে সময় লাগে ১০ মিনিট। কিন্তু ২ ঘণ্টায় পৌছাঁতে পারিনি। প্রতিনিয়ত ঢাকা-সিলেট মহাসড়কে যানজট লেগেই থাকে। এ যানজটের কারণে আমরা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ি অনেক।

এ ব্যাপারে ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আশরাফ উদ্দিন বলেন, মহাসড়ক যাতে যানজটমুক্ত থাকে, সেই লক্ষ্যে হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে। কিছু কিছু স্থানে যানজট লাগলেও তা নিরসন করা হচ্ছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত