যে কারণে ব্যাট দিয়ে স্ট্যাম্প ভেঙেও আউট হননি নারাইন

আইপিএলের উদ্বোধনী ম্যাচেই ঘটে গেছে অদ্ভূত এক ঘটনা। অসাবধানতাবশত ব্যাট দিয়ে আঘাত করে স্টাম্প ভেঙে ফেলেছিলেন কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার সুনীল নারাইন। হিট আউটের জন্য মৃদু আবেদনও করেছিল প্রতিপক্ষ রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ফিল্ডাররা। কিন্তু সেই আবেদনে সাড়া দেননি আম্পায়াররা। এরপর প্রশ্ন উঠেছে, কেন আউট দেওয়া হলো না নারাইনকে?
শনিবার (২২ মার্চ) ইডেন গার্ডেনসে বেঙ্গালুরুর বিপক্ষে হারের ম্যাচে ২৬ বলে ৪৪ রান করেন নারাইন। তবে তিনি আউট হতে পারতেন ১৮ রানেই। অষ্টম ওভারের চতুর্থ বলটি বেঙ্গালুরুর পেসার রাসিখ সালাম করেছিলেন শট লেংথ ও অফ স্টাম্পের খানিকটা বাইরে দিয়ে। নারাইন খেলার চেষ্টা না করায় বল চলে যায় উইকেটকিপার জিতেশ শর্মার গ্লাভসে। উচ্চতার কারণে লেগ আম্পায়ার সেটিকে ওয়াইড দেন।
এরপরই ঘটে ঘটনাটি। অবসাবধানতাবশত ব্যাট পেছনে আনার সময় নারাইনের ব্যাট স্টাম্পে লেগে বেল পড়ে যায়। জ্বলে ওঠে বেলের জিং লাইট। বেঙ্গালুরুর ফিল্ডার টিম ডেভিড ও বিরাট কোহলি হিট আউটের জন্য আবেদন করেন। কিন্তু আম্পায়ার সাড়া দেননি। যা নিয়েই জন্মেছে কৌতুহল। কোন নিয়মে নারাইনকে আউট দিলেন না আম্পায়ার। কি বলছে নিয়ম?
ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ৩৫.১.১.২ থেকে ৩৫.১.১.৪ ধারায় বলা আছে, একজন ব্যাটসম্যান তখনই হিট আউট হবেন, যখন তিনি প্রথম রান নেওয়ার জন্য দৌড় শুরু করতে গিয়ে উইকেট ভাঙবেন অথবা বল ছেড়ে দেওয়ার পর তৎক্ষণাৎ উইকেট ভাঙবেন অথবা বলকে স্টাম্পে লাগা থেকে বাঁচাতে গিয়ে উইকেট ভাঙবেন।
যার কোনোটিই করেননি নারাইন। স্টাম্প ভাঙার আগেই বল উইকেটকিপারের হাতে চলে যাওয়ায় ডেড হয়ে গিয়েছিল বলটি। আম্পায়ারও ওয়াইড কল করেছিলেন। নারাইনের মাঝে ছিল না রান নেওয়ার চেষ্টা, এছাড়া তার ব্যাটের মুভমেন্ট শটেরও অংশ ছিল না। যে কারণে হিট আউট দেওয়া হয়নি নারাইনকে। পরেও যদিও সেই রাসিখ সালামের বলেই আউট হন তিনি।
তবে কলকাতার এ স্কোরকে রীতিমতো উড়িয়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। অধিনায়ক আজিঙ্কা রাহানের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৭৪ রান করে কেকেআর। জবাবে ফিল সল্ট ও বিরাট কোহলির ব্যাটে ২২ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় আরসিবি। কোহলি অপরাজিত থাকেন ৩৬ বলে ৫৯ রান করে। ৩১ বলে ৫৬ রানের ইনিংস খেলেন সল্ট।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত