কেরানীগঞ্জে তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

| আপডেট :  ২৩ মার্চ ২০২৫, ০৪:০৩  | প্রকাশিত :  ২৩ মার্চ ২০২৫, ০৪:০৩

 

ইস্পাহানী ইমরান, কেরানীগঞ্জ: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়ন বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) দক্ষিণ কেরানীগঞ্জ থানার বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী ও সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

 

নতুন কমিটিতে খোরশেদ আলম জমিদারকে আহ্বায়ক ও সামিউল্লাহকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে সিরাজ মিয়া এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে বুলু মেম্বার, জুয়েল মোল্লা, মাসুদ আলম স্বাধীন, আউয়াল ভূঁইয়া, শরীফ মেম্বার, আক্তার হোসেন, সোহবার হোসেন ও পাভেল মোল্লা মনোনীত হয়েছেন।

সেলিম মোল্লা ১ নম্বর সদস্যসহ মোট ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

 

নতুন কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তেঘরিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

 

কমিটির আহ্বায়ক খোরশেদ আলম জমিদার বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের নির্দেশনায় তেঘরিয়া ইউনিয়ন বিএনপি ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রামে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত।

 

উল্লেখ্য, এই নতুন কমিটির অধীনে তেঘরিয়া ইউনিয়ন বিএনপিকে আরও সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে দলীয় কার্যক্রম জোরদার করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত