হারের যে ব্যাখ্যা দিলেন কলকাতার অধিনায়ক রাহানে

| আপডেট :  ২৩ মার্চ ২০২৫, ০৪:৩২  | প্রকাশিত :  ২৩ মার্চ ২০২৫, ০৪:৩২

শুরুতে ব্যাটিং করে প্রথম ওভারে কুইন্টন ডি কককে হারালেও সুনীল নারিনকে সঙ্গে নিয়ে সেই ধাক্কা সামাল দেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক আজিঙ্কা রাহানে। প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৭ রান করে দলকে দেখায় দুই শ ছাড়ানোর পথ। যদিও হুট করে পথ হারিয়ে ১৭৪ রানে অলআউট হয় কলকাতা। যা সহজেই টপকে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

ম্যাচ শেষে হারের ব্যাখ্যায় কলকাতার অধিনায়ক রাহানে দুই শ না করার কথা-ই বললেন।

হারের কারণ ব্যাখ্যায় রাহানে বলেন, ‘১৩ ওভার পর্যন্ত খুব ভাল ব্যাট করছিলাম। কিন্তু তারপর থেকে দ্রুত দুই-তিন উইকেট পড়ে গেল। সেখানে খেলা ঘুরে গেল।

পরের ব্যাটারেরা তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করলেও পারেনি।’

প্রথম ১০ ওভারে এক শ ছাড়ানোর পর দুই শ ছাড়িয়ে যাওয়া খুব সম্ভব মনে হচ্ছিলো রাহানের, ‘যখন আমি আর ভেঙ্কটেশ ব্যাট করছিলাম, তখন ২০০-২১০ রান করার কথা ভাবছিলাম। কিন্তু পর পর কয়েকটা উইকেট পড়ায় রান তোলার গতি কমে যায়। ইডেনে ২০০ রানের বেশি না করলে জেতা যায় না।

সেটাই হয়েছে।’

রান তাড়ায় কখনই চাপে পড়েনি বেঙ্গালুরুর। কোহলি আর ফিল সল্ট মিলে ওপেনিং জুটিতেই তুলেন ৯৫ রান। পাওয়ার প্লের ৬ ওভারেই আসে ৮০ রান। রাহানে তফাৎ দেখেন সেখানে, ‘পাওয়ার প্লেতে ওরা খুব ভাল ব্যাট করেছে, লক্ষ্য বড় না হওয়ায় ওদের জন্য কাজটা সহজ হয়েছে।

এদিন, রাহানে ৩১ বলে ৫৬ রানের ইনিংসে খেলেন। গতবারের চ্যাম্পিয়নরা প্রথম ম্যাচ হারলেও তাতে শঙ্কার কিছু দেখছে না রাহানে। আগামী ২৬ মার্চ গৌহাটিতে রাজস্থান রয়্যালসকে হারিয়ে জয়ে ফিরতে চায় তারা।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত