আইপিএল শুরুর দিনে দল পেল ভারতীয় অলরাউন্ডার

আইপিএলের ২০২৪ সালের মেগা নিলামে অবিক্রিত ছিলেন শার্দুল ঠাকুর। তবে টুর্নামেন্ট শুরুর দিনই তাকে দলে ভিড়িয়েছে লখনউ সুপার জায়ান্টস। চোটগ্রস্ত লখনউ মোহসিন খানের পরিবর্তে তাকে দলে নিয়েছে।
চোটের কারণে এবারের আইপিএলে খেলার সম্ভাবনা নেই মোহসিন খানের।
তিনি এখনো বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, মোহসিন এখন ৫০ শতাংশ ফিট। মাঠে নামতে আরও পাঁচ থেকে ছয় সপ্তাহ লাগতে পারে তার। তাই ঝুঁকি না নিয়ে শার্দূলের সঙ্গে চুক্তি করলেন লখনউ কর্তৃপক্ষ।
সম্প্রতি শার্দুলকে লখনউ ট্রেনিং ট্রেনিং সেশনেও অংশ নিতে দেখা গেছে। ২ কোটি টাকা দিয়ে দলে নেওয়া হয়েছে তাকে। শনিবার বিকালে ফিটনেস রিপোর্ট হাতে পাওয়ার পর সই করানো হয়েছে।
লখনউর বর্তমানে দলে একাধিক চোট সমস্যা রয়েছে।
অজি অলরাউন্ডার মিচেল মার্শ সম্প্রতি ব্যাক চোটের কারণে চ্যাম্পিয়নস ট্রফি থেকে বাদ পড়েছেন এবং এই মৌসুমে আর বল করতে পারবেন না। এ ছাড়া, আবেশ খান, আকাশ দীপ, এবং মায়ঙ্ক যাদবও চোট নিয়ে জাতীয় ক্রিকেট একাডেমিতে আছেন। আবেশ ও আকাশের প্রথম তিনটি ম্যাচ মিস হতে পারে। অন্যদিকে, মায়ঙ্ক যাদব বেশ কয়েকটি ম্যাচ মিস করবেন সিজনের শুরুতে, তবে ১৫ এপ্রিলের মধ্যে ফিট হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত