জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের আব্দুল্লাহপুর এজেন্সি অফিসে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইস্পাহানী ইমরান, কেরানীগঞ্জ: ২২ মার্চ শনিবার— কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের এজেন্সি অফিসে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ডেপুটি প্রজেক্ট হেড জনাব সাকিল আহাম্মেদ। সভার সভাপতিত্ব করেন এসিসট্যান্ট সেলস ম্যানেজার ও অফিস ইনচার্জ শিরীন বকুল।
ইফতার মাহফিলে প্রতিষ্ঠানের প্রায় অর্ধ শতাধিক উন্নয়ন কর্মকর্তা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে রমজানের তাৎপর্য, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ এবং ব্যবসায়িক সাফল্যের জন্য বিশেষ দোয়া করা হয়।
সংস্থার কর্মকর্তারা এই আয়োজনকে প্রশংসনীয় উদ্যোগ হিসেবে অভিহিত করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলার আশা প্রকাশ করেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত