দুমকিতে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মোবাইল চুরির অপবাদ দিয়ে গৃহবধূ ও তার স্বামীকে মারধরের অভিযোগ

সাকিব হোসেন, পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর দুমকী উপজেলার আঙ্গারিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিয়াউর রহমানের বিরুদ্ধে।সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও কল রেকর্ড ভাইরাল হয়েছে, যেখানে ওই গৃহবধূকে কল করে কুপ্রস্তাব দেন জিয়াউর রহমান।
অভিযুক্ত জিয়াউর রহমান আঙ্গারিয়া ইউনিয়নের রূপাসিয়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের শাহ জাহান হাওলাদারের ছেলে।
শনিবার (২২ মার্চ) রাতে ভুক্তভোগী গৃহবধূ বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় চুরির অপবাদ দিয়ে আঙ্গারিয়া ইউনিয়নের রূপাসিয়া গ্রামের এক গৃহবধূ ও তার স্বামীকে মারধর করেন ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিয়াউর রহমান, তার স্ত্রী নুপুর আক্তার ও ছেলে সিয়ামসহ মেয়ে নাদিয়া। তার আগে মোবাইল চুরির অপবাদ দিয়ে দুই হাজার পাঁচশত টাকাও জরিমানা করেন এবং সেই টাকাও আদায় করেন ওই গৃহবধূর পরিবার থেকে।
ভুক্তভোগী ঐ গৃহবধূ বলেন, বেশকিছু দিন আগে জিয়াউর রহমান ফোন দিয়ে কুপ্রস্তাব দেন। আর তার সেই প্রস্তাবে রাজি না হওয়ায় বর্তমানে একটি মোবাইল চুরির মিথ্যা অপবাদ দিয়ে আমাকে ও আমার স্বামীকে মারধর করেন।
ভুক্তভোগীর স্বামী বলেন, এই জিয়াউর রহমান খারাপ চরিত্রের লোক। বেশকিছু দিন আগে তার খারাপ চরিত্রের কারণে অন্য একটা সংসার ভাঙ্গে। এ ছাড়া দলীয় প্রভাব খাটিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে।
অভিযুক্ত আঙ্গারিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিয়াউর রহমান জানান, চুরির কারণেই তাদের মারধর করা হয়েছে। এ ছাড়া ভুক্তভোগী গৃহবধূকে কল দিয়ে কুপ্রস্তাবের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওটা তো প্রায় ছয়মাস আগের কথা। ওরা খারাপ বলেই এখন সেই রেকর্ড ভাইরাল করছে।
পটুয়াখালী জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মিলন বলেন, ব্যক্তির কারণে দলের ভাবমূর্তি নষ্ট হতে দেওয়া যাবে না। তাই এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, চুরির অপবাদ দিয়ে মারধর করার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তবে ঐ গৃহবধূকে কুপ্রস্তাবের বিষয়ে কিছু জানা নেই। তবে ভুক্তভোগী পরিবার মামলা দিলে তা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত