কেরানীগঞ্জে বিএনপির ৮নং ওয়ার্ডের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

| আপডেট :  ২৪ মার্চ ২০২৫, ০১:০৫  | প্রকাশিত :  ২৪ মার্চ ২০২৫, ০১:০৫

ইস্পাহানী ইমরান, কেরানীগঞ্জ: ঢাকার কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আয়োজিত এ অনুষ্ঠানে অসংখ্য নেতা-কর্মী ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সেলিম মাহমুদ, বাস্তা ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মামুন মিয়া, বাস্তা ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি আব্দুর রহিম, এবং বাস্তা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি নেকবর আলী। এছাড়াও উপস্থিত ছিলেন তাজেল আহম্মেদ, ওহিদুল মোল্লা, জালাল আহমেদ, রুবেলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন- ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। তিনি বলেন, “জনগণের পাশে থাকাই বিএনপির প্রধান লক্ষ্য। দলের নেতাকর্মীরা সবসময় সাধারণ মানুষের দুঃখ-কষ্ট লাঘবে কাজ করে যাবে।”

স্থানীয় নেতারা বলেন, ঈদকে সামনে রেখে অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে এ কার্যক্রম চালানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আশ্বাস দেন তারা।

অনুষ্ঠান শেষে উপস্থিতদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়, যা এলাকার অসহায় ও নিম্নআয়ের মানুষের ঈদ উদযাপনকে সহজ করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতারা।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত