দেশে ফিরেছেন ফুটবলাররা, হামজা ইংল্যান্ডে যাবেন কখন

| আপডেট :  ২৬ মার্চ ২০২৫, ১১:৩৯  | প্রকাশিত :  ২৬ মার্চ ২০২৫, ১১:৩৯

শিলংয়ে ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে গোল শূন্য সমতা করেছে বাংলাদেশ। ওই ম্যাচে অভিষেক হয়েছে হামজা চৌধুরীর।

বুধবার ভারত থেকে দেশে ফিরেছেন ফুটবলাররা। দলের সতীর্থদের সঙ্গে ঢাকা ফিরেছেন ইংল্যান্ডের শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজা চৌধুরী।

জানা গেছে, দ্রুতই হামজা ইংল্যান্ডে ফিরে যাবেন। আজ যখনই তিনি ফ্লাইট পাবেন উড়াল দেবেন লন্ডন বা ম্যানচেস্টারের উদ্দেশ্যে। আজ সম্ভব না হলে আগামীকাল ফিরে যাবেন ইংল্যান্ডে।

২৮ মার্চ দিবাগত রাত ২টায় কভেন্ট্রির বিপক্ষে ম্যাচ আছে হামজা চৌধুরীর দল শেফিল্ড ইউনাইটেডের। প্রিমিয়ার ডিভিশনে পয়েন্ট টেবিলে দুইয়ে আছে শেফিল্ড। পয়েন্ট শীর্ষে থাকা লিডস ইউনাইটেডের সমান হলেও গোল ব্যবধানের পিছিয়ে আছে শেফিল্ড। টেবিলে পাঁচে থাকা কভেন্ট্রির বিপক্ষে ম্যাচটি মিস করতে চাইবেন না তিনি।

বাংলাদেশ এশিয়ান কাপের পরবর্তী বাছাইপর্বের ম্যাচ খেলবে ১০ ‍জুন। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি হবে বাংলাদেশে। সব ঠিক থাকলে ওই ম্যাচ খেলতে আসবেন হামজা।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত