রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসগুলোর কাচও ভেঙে চুরমার

| আপডেট :  ২৮ জুন ২০২১, ১২:৪১  | প্রকাশিত :  ২৮ জুন ২০২১, ১২:৪১

রাজধানীর মগবাজারে একটি ভবনে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে বিস্ফোরণটি কোনো গাড়ির সিলিন্ডার নাকি ভবনের এসির- তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজার ওয়্যারলেস এলাকায় একটি ভবনে এ ঘটনা ঘটে।তবে ভবনটির নাম জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তায় সিগনালে দাঁড়িয়ে থাকা বাসগুলোর কাচও ভেঙে চুরমার হয়েছে। দোকানের শাটার বিস্ফোরণে উড়ে গিয়ে বাসের ভেতরে গিয়ে ঢুকে পড়ে। কমিউনিটি হাসপাতালে অনেক আহতকে নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, প্রথমে আমরা ওই ভবনে এসি বিস্ফোরণ হওয়ার খবর পাই। পরে আবার অনেকে ফোন করে জানিয়েছেন, গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত