বৈঠকে বসছেন তুরস্ক-রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

| আপডেট :  ২৯ জুন ২০২১, ০৬:৪৭  | প্রকাশিত :  ২৯ জুন ২০২১, ০৬:৪৭

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। খবর ডেইলি সাবাহর। বুধবার এ দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে তুরস্কের আনতালিয়ায় বৈঠক অনুষ্ঠিত হবে। মন্ত্রণালয় থেকে বলা হয়, বৈঠকে তুরস্ক ও রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক বিষয়াদী নিয়ে আলোচনা হবে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে দক্ষিণ ককেশাস, মধ্যপ্রাচ্য, নর্থ আফ্রিকা, আফগানিস্তান, ইউক্রেন, সেন্ট্রাল এশিয়া, ভূমধ্যসাগরের পূর্বাঞ্চল, কৃষ্ণসাগর, সিরিয়া এবং লিবিয়ার নানা বিষয়ে আলোচনা হবে।

এ ছাড়া বৈঠকে আলোচনা হবে বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও। বৈঠকে সামরিক/প্রযুক্তি এবং উচ্চপ্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতার বিষয় মূল্যায়ন করা হবে। বিবৃতিতে আরও বলা হয়, করোনা প্রতিরোধ এবং তুরস্কে স্পুটনিক-ভি উৎপাদনের বিষয়টিও থাকবে আলোচনায়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত