রফিকুল ইসলাম মাদানীকে ফের যে কারাগারে স্থানান্তর
ধর্মীয় বক্তা রফিকুল ইসলাম মাদানীকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে ফের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে কঠোর পুলিশি নিরাপত্তা দিয়ে তাকে কাশিমপুর কারাগারে আনা হয়। কাশিমপুর কারাগার সূত্রে জানা যায়, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হওয়ার পর রফিকুল ইসলাম মাদানীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ পাঠানো হয়েছিল। পরে রিমান্ডের জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। সেখান থেকে তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছিল।
রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের সাতটি মামলার মধ্যে গাছা থানায় একটি এবং বাসন থানায় একটি করে মামলা, মতিঝিল থানায় দু’টি মামলা, তেজগাঁও থানায় একটি, পল্টন থানায় একটি ও কোতোয়ালি থানায় একটি মামলা রয়েছে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবু সায়েম জানান, সকাল ১০টার দিকে রফিকুল ইসলাম মাদানীকে বুঝে নেওয়া হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত