পটুয়াখালীতে করোনায় নারী কাউন্সিলরের মৃত্যু
ইমরান হোসেন,পটুয়াখালী থেকে: পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার নারী কাউন্সিলর হাসনেয়ারা বেগম করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। ২৯ জুন (মঙ্গলবার) রাত ৯টায় দিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বুধবার সকাল ৯টায় জানাযা শেষে তার বাড়িতে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
কুয়াকাটা পৌরসভা সুত্রে জানা গেছে, কুয়াকাটা পৌরসভার ৭,৮ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর হাসনেয়ারা বেগমের গত সোমবার করোনা পজেটিভ ধরা পরে। অসুস্থ হয়ে পরলে মঙ্গলবার সকালে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যায়। সেখানে করোনা ইউনিটে ভর্তি হন। ওই দিন রাতেই সেখানে তিনি মারা যান। এই নারী কাউন্সিলরের অকাল মৃত্যুতে কুয়াকাটা পৌর মেয়রসহ কাউন্সিলরা শোক জানিয়েছেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত