‘আফগানিস্তানের জন্য চলতি সপ্তাহ হবে ভয়াবহ’

| আপডেট :  ৩০ জুন ২০২১, ০৯:৩০  | প্রকাশিত :  ৩০ জুন ২০২১, ০৯:৩০

আগামী কয়েক দিনের মধ্যে আফগানিস্তান থেকে সকল সেনা প্রত্যাহার করতে পারে যুক্তরাষ্ট্র। আর এর মধ্য দিয়ে দেশটিতে শুরু হতে পারে গৃহযুদ্ধ। আফগানিস্তান থেকে চলমান বিদেশি সেনা প্রত্যাহারের মধ্যে শীর্ষ মার্কিন কমান্ডারের বরাতে বিবিসি নিউজ এই খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর পরই-বিভিন্ন এলাকা দখল নিয়ে আফগান বাহিনী এবং তালেবানের মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পেয়েছে।

যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সিএনএন নিউজকে বলেছেন, সেনা প্রত্যাহারের মধ্যে চলতি সপ্তাহ হবে আফগানিস্তানের জন্য খুবই ভয়াবহ।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ জেনারেল স্কট মিলার বলেন, আন্তর্জাতিক সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানের নেতারা যদি ঐকমত্যে পৌঁছাতে না পারেন তাহলে দেশটি ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হবে।

এর আগে তালেবান যোদ্ধারা বিভিন্ন জেলার নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে রাজধানী কাবুল ঘিরে ফেলছে বলে সতর্ক করে জাতিসংঘ।

ঝুঁকির বিষয়ে সতর্ক করে আফগানিস্তানে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন মিশনের প্রধান মিলার বলেন, আফগানিস্তানের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ভালো নয়। যা ঘটছে তাতে চোখের সামনে গৃহযুদ্ধ দেখতে পাচ্ছি। দেশটিতে গৃহযুদ্ধ শুরু হওয়া সময়ের ব্যাপার মন্তব্য করে তিনি বলেন, এটা সারা বিশ্বের জন্যই উদ্বেগের বিষয়।

তালেবান ইতোমধ্যে আফগানিস্তানের ১০০ ’র অধিক জেলা নিয়ন্ত্রণের দাবি করেছে।

খবরে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র আফগান বাহিনীকে যুদ্ধবিমান দিয়ে সমর্থন না দেওয়ায় তালেবান এতটা অগ্রসর হতে সক্ষম হচ্ছে।

তবে যুক্তরাষ্ট্রের কমান্ডার মিলার তালেবানকে লক্ষ্য করে ফের বিমান হামলা চালানোর বিষয় নাকচ করে দেননি। তিনি বলেন, আমরা বিমান হামলা চালাতে চাই না। তালেবানও যদি এটা চায়, তাহলে তাদের উচিত সকল সহিংসতা পরিহার করা।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত