নিউইয়র্কে এক বাংলাদেশি তরুণের মৃত্যু

| আপডেট :  ০২ জুলাই ২০২১, ০৫:৫৭  | প্রকাশিত :  ০২ জুলাই ২০২১, ০৫:৫৭

নিউইয়র্কে হার্ট অ্যাটাকে জেনিথ ইসলাম উইনার নামে এক বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে। তিনি কুইন্সের বিশিষ্ট ব্যবসায়ী, কুইন্স আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একে এম শফিকের একমাত্র পুত্র। পারিবারিক সূত্র জানায়, হলিস উডে বন্ধুর বাসায় বৃহস্পতিবার সকাল ৮ থেকে ১০টার মধ্যে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়। তারা জানায়, হার্ট অ্যাটাকে জেনিথ ইসলাম উইনারের মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৪ বছর।

জেনিথ ইসলাম উইনার কুইন্স কলেজের ব্যাচেলরের শিক্ষার্থী ছিলেন। ৩ ভাই বোনের মধ্যে জেনিথ ইসলাম ছিলেন সবার বড়। মৃত জেনিথের ছোট দুজন বোন আছে। তরুণ এই শিক্ষার্থীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় পুলিশ কিছু আনুষ্ঠানিকতার জন্য মরদেহ নিয়ে গেছে। শুক্রবার দুপুরের পর জেনিথের মরদেহ অভিভাবকদের হাতে তুলে দেওয়া হবে। মৃতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার বাদ মাগরিব জেনিথ ইসলাম উইনারের জানাযার নামাজ জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হবে।

পরদিন শনিবার সকালে ওয়াশিংটন মেমোরিয়াল কবরস্থানে জেনিথ ইসলামের মরদেহ দাফন করা হবে।

জেনিথ ইসলাম উইনার তার বাবা-মা ও বোনদের সঙ্গে নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকা এস্টেটে বাস করতেন। তারা বাংলাদেশের ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা থানার অধিবাসী। সম্প্রতি পর পর ২০,২১ ও ২৪ বছর বয়সী তিনজন তরুণ তরুণির হার্ট অ্যাটাকে মৃত্যু বাংলাদেশি কমিউনিটির অভিভাবকদের চিন্তায় ফেলে দিয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত