পশ্চিমবঙ্গের মিনি জয়া সিনেমা হলে আগুন, নিয়ন্ত্রণে ১৫ ইউনিট

| আপডেট :  ০২ জুলাই ২০২১, ১১:৪১  | প্রকাশিত :  ০২ জুলাই ২০২১, ১১:৪১

পশ্চিমবঙ্গে ভয়াবহ অগ্নিকাণ্ডের পুড়ে ছারখার হয়ে গেল লেকটাউনের মিনি জয়া সিনেমা হল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই দমকলের ১৫টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে ঘটনাস্থলে। কী ভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি। শুক্রবার (২ জুলাই) রাত ১০টা নাগাদ আগুন লাগে বলে খবর পাওয়া গেছে। তার পরও প্রায় ৪০ মিনিট কেটে গেলেও আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি।

শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘটনায় দু’জন আহতও হয়েছে। আগুনে পুড়ে গিয়েছেন এক মহিলা। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে খবর, ব্যাপক আকারে ছড়াচ্ছে আগুন। এলাকা ঘনবসতিরপূর্ণ হওয়ায় আগুন ভয়াবহ আকার নেওয়ার আশঙ্কা রয়েছে।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত